Blog

কি বোর্ড সমাচার!

কি বোর্ডের অক্ষরগুলো এলোমেলোভাবে সাজানো থাকে কেন? কিবোর্ডে F কি গুলোর কাজই বা কি?

নিবোর্ডে গুঁতোগুঁতি করতে গিয়ে নিশ্চয়ই আপনার মাথায় এই প্রশ্নগুলো কখনও না কখনও এসেছে। তাহলে চলুন প্রশ্নগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি।

প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলতে হয় – অক্ষরগুলো কিন্তু এলোমেলো থাকেনা। বরং একটা নির্দিষ্ট বিন্যাস মেনেই কি বোর্ডের অক্ষরগুলোকে সাজানো হয়েছে। কিন্তু বিন্যাসটি বর্ণানুক্রমিক নয়।

কেন বর্ণানুক্রমিক নয় সেটা নিয়ে মোটামুটি দু’টি মতবাদ রয়েছে।

মতবাদ – ১ :

  • কিবোর্ডের অক্ষরগুলোর বিন্যাসের ধারণাটা এসেছে টাইপরাইটারের কিবোর্ড থেকে।

প্রথমদিকে টাইপরাইটারে কিন্তু ইংলিশ বর্ণমালা অনুসারেই কিবোর্ডের সকল কি বিন্যস্ত থাকতো। ঐভাবে টাইপ করতে সুবিধা হত ঠিকই কিন্তু বিন্যাসটি একটি বড় সমস্যাও ছিল। যেসব অক্ষর খুব ঘন ঘন ব্যবহৃত হত সেগুলো পাশাপাশি থাকত, ফলে দ্রুত টাইপ করতে গেলে কি গুলো জ্যাম হয়ে যেত। নিচে ঘন ঘন ব্যবহৃত হওয়া অক্ষরগুলোর একটি তুলনামূলক চিত্র দেখানো হল।

Continue reading কি বোর্ড সমাচার!

চট্টগ্রাম : একটি শহর, একটি জেলা, একটি বিভাগ

আপনাকে যদি বলা হয় সারা বিশ্বের সেরা স্থানের তালিকায় কোন স্থানটিকে রাখবেন – আপনি কাকে রাখবেন? চিন্তায় পড়ে গেলেন? পৃথিবীর নামী দামী সব শহরের নাম লাইন ধরে মাথায় আসছে? আপনি কাকে রেখে কার নাম বলবেন আমি জানিনা। কিন্তু আমার লিস্টের একদম একনম্বর জায়গায় থাকবে – চট্টগ্রাম!

আগেই বলে নিচ্ছি – আমার এই সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা নয়, বরং বিশাল পক্ষপাত রয়েছে। আমি নিজে কিন্তু “চিটাইংগা” নই। কিন্তু আমার জন্ম, বেড়ে ওঠা, মেট্রিক পরীক্ষা – সবই চট্টগ্রামকেন্দ্রিক। চট্টগ্রামের ধুলা-বাতাস গায়ে মেখেই বড় হয়েছি। এ কারণে মনের গভীরে চট্টগ্রামের জন্য বি-শা-ল একটা জায়গা বরাদ্দ হয়ে আছে।

আমার কথা বাদ দিন, আমি যদি আপনাকে চট্টগ্রামের কিছু ছবি দেখাই তবে আপনিও হয়তো আমার দলে চলে আসতে পারেন!

চট্টগ্রাম শহরটা দেখতে কেমন? দিনের বেলা এক রূপ আর রাতের বেলা আরেক রূপ।

Continue reading চট্টগ্রাম : একটি শহর, একটি জেলা, একটি বিভাগ

শিবরাম চক্রবর্তী

শিবরাম চক্রবর্তীকে নিয়ে অল্প কথায় লেখা সম্ভব নয়। উনি নিজেই ছিলেন একটি চরিত্র। নিজেকে তিনি শিব্রাম চক্কোত্তি বলতে ভালবাসতেন। যিনি নিজেকে নিয়ে এভাবে মস্করা করতে পারেন তাঁর মতো রসবোধ আর কার আছে? আর যার রসবোধ এত উঁচু মানের তাকে নিয়ে কিছু লেখাই রসিকতার পর্যায়ে পড়ে। রসিকতা তার ওপর নয়, বরং তাকে নিয়ে যিনি লিখছেন (অর্থাৎ আমি) তার ওপর এসে বর্তায়। যাই হোক রসিকতাকে হাত কয়েক রশি দিয়ে বেঁধে রেখে শুরু করি।

বাংলা সাহিত্যে রসাত্মক গল্পের অমর স্রষ্টা হলেন শিবরাম চক্রবর্তী। কিংবা অন্যভাবে বাংলা সাহিত্যের রস ভান্ডারের সেরা রসের নাম শিবরাম বললেও মনে হয় বাড়িয়ে বলা হবে না। আমার মতে বাংলা সাহিত্যের জগতে তিনিই প্রথম নির্মল হাসির টাটকা বাতাস বয়ে এনেছিলেন। ত্রৈলোক্যনাথ অথবা পরশুরামও ছোট-বড় সকলের হৃদয়ে সমানভাবে পৌঁছে যেতে পারেন নি, যেভাবে শিবরাম অবলীলায় পৌঁছে যেতে পেরেছিলেন।

Continue reading শিবরাম চক্রবর্তী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – একাদশ ও দ্বাদশ শ্রেণি : এইবার ফ্রি ডাউনলোড!

জ্বী – ঠিকই পড়েছেন! একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য আমার লেখা “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” ও “ব্যবহারিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বই দুটি এখন থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। ফ্রি তে ডাউনলোড করে নিতে পারবেন এবং এজন্য আপনাকে কানাকড়িও খরচ করতে হবে না।

শুরু থেকেই বইটিকে অনলাইনে প্রকাশ করার কোন ইচ্ছা ছিল না। একটা বইকে কাগজে পড়ার সময় যতটা আপন মনে হয়, কম্পিউটার বা মুঠোফোনের স্ক্রিনে ততটা আপন মনে হয় না। বইয়ের প্রতিটা পৃষ্ঠা উল্টে বইটা পড়ার মাঝে যে আনন্দ সেটা ডিজিটাল স্ক্রিনে আঙ্গুল দিয়ে সোয়াইপ করার মাঝে নেই। তাই আমি চেয়েছিলাম শিক্ষার্থী ও শিক্ষকগণ যাতে বইটির পরিপূর্ণ আমেজ পেতে পারে সে জন্য এতদিন কাগজে ছাপানো বইটির ওপরই গুরিত্ব দিয়ে এসেছি।

Continue reading তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – একাদশ ও দ্বাদশ শ্রেণি : এইবার ফ্রি ডাউনলোড!

উবুন্টু দিয়ে শাওমি ফোনে কাস্টম রম ইন্সটল করবেন যেভাবে…

Image result for android pie custom rom

আপনি যদি শাওমি’র ফোন ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে শাওমি সরাসরি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে না। অ্যান্ড্রয়েডকে কিছুটা পরিবর্তিত ও পরিবর্ধিত করে তারা MIUI রম ব্যবহার করে। MIUI ছাড়াও আরও অনেক রম (ROM) রয়েছে যেগুলো শাওমির বিভিন্ন ফোনে ইন্সটল করা যায়। এসব রমকে কাস্টম (Custom ROM) বলা হয়। ইন্টারনেটে এসব কাস্টম রম ইন্সটল করে ব্যবহার করার প্রচুর টিউটোরিয়াল পাবেন। এসব টিউটোরিয়ালের প্রায় সবই উইন্ডোজ নির্ভর কম্পিউটারের জন্য। উবুন্টুর জন্য সেরকম কোন টিউটোরিয়াল নেই। তাই এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে উবুন্টু (বা অন্য লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম) ব্যবহার করে আপনি শাওমির ফোনে কাস্টম রম ইন্সটল করবেন।

সাবধানবাণী :

এই টিউটোরিয়াল অনুসরণ করার অর্থ হচ্ছে, আপনি আপনার ফোনের ওয়ারেন্টি ও গ্যারান্টি বিনষ্ট করে ফেলছেন। এই টিউটোরিয়াল অনুসরণ করে ফোনে কোন সমস্যা তৈরি হলে তাতে আমি দায়ী থাকবো না।

Continue reading উবুন্টু দিয়ে শাওমি ফোনে কাস্টম রম ইন্সটল করবেন যেভাবে…

মেঘের ভেতর মেঘ সাজান

— আপনি কি খুব ব্যস্ত? যদি ব্যস্ত থাকেন তাহলে কোন কথা নাই। আর যদি ব্যস্ত না থাকেন তাহলে একটু কথা ছিল।
— জ্বী না ব্যস্ত না। বলেন, কী বলবেন।
— আপনি কি পিক্লাউড ব্যবহার করেন? যদি ব্যবহার করেন তাহলে কোন কথা নাই। আর যদি ব্যবহার না করেন তাহলে একটু কথা ছিল।
— জ্বী না ব্যবহার করি না।
— ইয়ে … আপনি কি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ ফাইলগুলো অনলাইনে ব্যাকআপ রাখতে চান? যদি ব্যকআপ রাখতে না চান তাহলে কোন কথা নাই। আর যদি ব্যাকআপ রাখতে চান তাহলে একটু কথা ছিল।
— ভাই, আপনার সমস্যা কোথায়? আপনি এভাবে ভানুর মত কথা বলছেন কেন? অসহ্য লাগছে। যা বলবেন সেটা সরাসরি বলুন।
— খুক… খুক… খুক… (গলা পরিস্কার করে) …মূল কথা হল আপনি কি পিক্লাউড ব্যবহার করতে চান? করতে চাইলে আমার রেফারাল লিংকটা ব্যবহার করতে পারেন।
— হুম … কিন্তু কি জিনিস এই পিক্লাউড? আর ব্যাকআপের কথা কি যেন বলছিলেন?

Continue reading মেঘের ভেতর মেঘ সাজান

বাংলায় লিখুন বাংলা!

মোবাইলে কিংবা কম্পিউটারে যারা টপাটপ বাংলিশ এ লিখে যাচ্ছে,তাদের কাছে জিনিসটা সুখকর হতে পারে, কিন্তু আমার মত প্রচুর মানুষের কাছে ব্যাপারটা কিন্তু খুবই পীড়াদায়ক! আগে বলে নেই- “বাংলিশ” বলতে আমি “বাংলা ভাষাকে ইংলিশ অক্ষর দিয়ে লেখা” বোঝাচ্ছি! এটার আরেকটা নাম হচ্ছে “টাকলা”। বাংলিশ বা টাকলা কেন পীড়াদায়ক তা বুঝতে নিচের স্ক্রিনশটগুলো “কষ্ট করে” পড়ুন।


অ্যাজকে কাটপদি বেল্লুর ট্রেন স্টেশনে আমার পারশেনাল মুবেইল টা হ্যারেয়ে জায়ী ... আয়ী মুহুরততে কারো শাট্টে যগা যগ কুরার মুট্টো ন্যামব্যার নেয়ী ... থেয়ী শুবায়ইর প্রুট্টে অনরড রয়ীলো যার যার মোবেইল ন্যামবুর টা আমার কিউমেন্ট বক্স ও ইনবক্সে ডেলে কুভ কশি হুবো  Continue reading বাংলায় লিখুন বাংলা!

How to install ns-3 on Ubuntu


When I first started ns-3 (Network Simulator 3), I was in an ocean of bafflements. It took me several days to install ns-3 on Ubuntu for the first time, although I am an Ubuntu user. There is nothing wrong with Ubuntu, it is user friendly and cool as always. The main problem is the installation process of ns-3, which is, in true sense is not user friendly (at all). From my experience, I understand that it can be overwhelming for people using either ns-3 or Ubuntu or both for the first time. So this is a newbie guide to install and configure ns-3 on Ubuntu for the first time.

Step 1: Prepare the prerequisites

  • First, I assume that you are running Ubuntu 16.04 operating system the latest LTS version of Ubuntu. But the process should work on other Ubuntu distributions as well.
  • Second, I assume that you are using Ubuntu either Natively or using a Virtual Machine (VM) (a VM is strongly recommended if you don’t know what you are doing).
  • Third, I assume that you have a working Internet connection on Ubuntu at the time of installation.

Continue reading How to install ns-3 on Ubuntu