জ্বী – ঠিকই পড়েছেন! একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য আমার লেখা “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” ও “ব্যবহারিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বই দুটি এখন থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। ফ্রি তে ডাউনলোড করে নিতে পারবেন এবং এজন্য আপনাকে কানাকড়িও খরচ করতে হবে না।
শুরু থেকেই বইটিকে অনলাইনে প্রকাশ করার কোন ইচ্ছা ছিল না। একটা বইকে কাগজে পড়ার সময় যতটা আপন মনে হয়, কম্পিউটার বা মুঠোফোনের স্ক্রিনে ততটা আপন মনে হয় না। বইয়ের প্রতিটা পৃষ্ঠা উল্টে বইটা পড়ার মাঝে যে আনন্দ সেটা ডিজিটাল স্ক্রিনে আঙ্গুল দিয়ে সোয়াইপ করার মাঝে নেই। তাই আমি চেয়েছিলাম শিক্ষার্থী ও শিক্ষকগণ যাতে বইটির পরিপূর্ণ আমেজ পেতে পারে সে জন্য এতদিন কাগজে ছাপানো বইটির ওপরই গুরিত্ব দিয়ে এসেছি।
Continue reading তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – একাদশ ও দ্বাদশ শ্রেণি : এইবার ফ্রি ডাউনলোড!