উবুন্টু দিয়ে শাওমি ফোনে কাস্টম রম ইন্সটল করবেন যেভাবে…

Image result for android pie custom rom

আপনি যদি শাওমি’র ফোন ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে শাওমি সরাসরি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে না। অ্যান্ড্রয়েডকে কিছুটা পরিবর্তিত ও পরিবর্ধিত করে তারা MIUI রম ব্যবহার করে। MIUI ছাড়াও আরও অনেক রম (ROM) রয়েছে যেগুলো শাওমির বিভিন্ন ফোনে ইন্সটল করা যায়। এসব রমকে কাস্টম (Custom ROM) বলা হয়। ইন্টারনেটে এসব কাস্টম রম ইন্সটল করে ব্যবহার করার প্রচুর টিউটোরিয়াল পাবেন। এসব টিউটোরিয়ালের প্রায় সবই উইন্ডোজ নির্ভর কম্পিউটারের জন্য। উবুন্টুর জন্য সেরকম কোন টিউটোরিয়াল নেই। তাই এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে উবুন্টু (বা অন্য লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম) ব্যবহার করে আপনি শাওমির ফোনে কাস্টম রম ইন্সটল করবেন।

সাবধানবাণী :

এই টিউটোরিয়াল অনুসরণ করার অর্থ হচ্ছে, আপনি আপনার ফোনের ওয়ারেন্টি ও গ্যারান্টি বিনষ্ট করে ফেলছেন। এই টিউটোরিয়াল অনুসরণ করে ফোনে কোন সমস্যা তৈরি হলে তাতে আমি দায়ী থাকবো না।

Continue reading উবুন্টু দিয়ে শাওমি ফোনে কাস্টম রম ইন্সটল করবেন যেভাবে…