লিনাক্সগুরুকূলের নিকট খোলা পত্র

সকল শ্রদ্ধেয় লিনাক্স বোদ্ধাগণ,

অনুগ্রহপূর্বক বয়ঃশ্রেণী অনুসারে আমার সম্ভাষন গ্রহন করিবেন। আশাকরি পরিবার পরিবর্গের সহিত একপ্রকার কুশলেই রহিয়াছেন।

চরম বিপদে পড়িয়া এই পত্রখানি লিখিতেছি। পুর্বেই বলিয়া রাখিতেছি আমার টেকি জ্ঞান অত্যন্ত নিম্ন পর্যায়ের। আমার গণকযন্ত্র সম্পর্কিত অজ্ঞানতাকে ক্ষমা সুন্দর চক্ষে দেখিবেন বলিয়া আশা করিতেছি। যদি কেহ পত্রখানির জবাব দেবার প্রয়োজন অনুভব করেন তবে তাহা দিতে কোন দ্বিধা করিবেননা।

পরসমাচার এই যে গত এক বৎসর ধরিয়া অভ্র নামক চাবির বাক্স (কীবোর্ডের বাংলা করিলে ইহাই দাঁড়ায়) ব্যবহার করিয়া আমার মত নাদান মানুষ (যাহারা বিজয় বা ঐ ধরনের লে-আউট রপ্ত করিতে অপারগ) বাংলা ভাষায় জালের জগতে মাতিয়া উঠিয়াছে। ইহাতে বাংলা ভাষার কতটুকু ক্ষতি সাধিত হইয়াছে তাহা সঠিকভাবে নিরূপন করা মুশকিল, তবে নাদান প্রজাতি যাহারা রোমান অক্ষরে বাংলা লিখিতে অভ্যস্ত ছিল তাহাদের যে অশেষ উপকার সাধিত হইয়াছে তাহা নিন্দুক জনেও অকপটে স্বীকার করিবে। সত্য বলিলে বলিতে হয়, অভ্র আছে বলিয়াই আমি গণকযন্ত্রে বাংলা লিখিতে পারিতেছি। অন্যথায় সমগ্র জীবন ভরিয়া আংরেজীতে লিখিতে হইত।

avro_keyboard

Continue reading লিনাক্সগুরুকূলের নিকট খোলা পত্র

উচ্চশিক্ষার্থে (প্রথমবারের মত) বিদেশগামী পোলাপানদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদির সহজ শপিং গাইড

leaving

গত বছর আইইউটির আমাদের ব্যাচের ফাহিম [সিআইটি০২] বিদেশে নিয়ে যাবার প্রয়োজনীয় জিনিসপত্রের একটা লিস্ট বানিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে সেই লিস্টটা পেয়ে বেশ উপকৃত হয়েছিলাম। বিদেশ যাবার সময় কি নিব আর কি নিবনা এইটা নিয়ে মাথা খুব গরম থাকে। সেদিক থেকে এই লিস্ট থাকাতে অন্তত নিজের মাথা খাটিয়ে বের করতে হয়নাই কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না, কোন জিনিসটা বেশি দরকারি আর কোনটা তেমন দরকারি না। কেনাকাটা করার সময় হাতের সামনে লিস্টটা ছিল বলে অনেক কম সময়ে সব কিছু যোগাড় করা সম্ভব হয়েছিল। সেই লিস্টটার জন্য আমি ব্যক্তিগতভাবে ফাহিমের কাছে কৃতজ্ঞ।

গতবারের ঐ লিস্টের সাথে আমার নিজের কিছু অভিজ্ঞতা জুড়ে দিয়ে আমি একটা আপডেটেড ভার্সন দিলাম। পুরো লিস্টটা ইউনিকোড বাংলায় লেখা। যেহেতু পিডিএফ করা তাই কোন সমস্যা হবার কথা না। যদি কোন সমস্যা হয় তবে সোলায়মান লিপি ফন্ট ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করতে হবে। এই ভার্সনটা ওপেন সোর্স অর্থাৎ যে কেউ যে কোন জায়গায় অব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে।

এই ভার্সন নিয়ে কারো কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্স ব্যবহার করার জন্য অনুরোধ করা হল।


Continue reading উচ্চশিক্ষার্থে (প্রথমবারের মত) বিদেশগামী পোলাপানদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদির সহজ শপিং গাইড

ভিজিটিং কার্ড

খুব ছোটবেলাতে দেখতাম বড় বড় মানুষেরা কথায় কথায় নিজেদের মধ্যে একটুকরা কাগজ চালাচালি করেসেই কাগজে মানুষটার নাম, অফিসের নাম, ঠিকানা, ফোন নাম্বার থাকতযাকে দিচ্ছে সে আবার খুব যত্ন করে সেই কাগজ তার মানি ব্যাগে রেখে দিচ্ছে। আরো পরে ঐ টুকরা কাগজের নাম জানলাম, একে বলা হয় ভিজিটিং কার্ড বড় বড় মানুষেরা তাদের পরিচয় অন্যদের দেবার জন্য এই সব কার্ড ব্যবহার করে। আগে বিভিন্ন অনুষ্ঠানে একটা ফোন নাম্বার দিতে কত ঝক্কি পোহাতে হত। তখন তো আর মোবাইল ছিলনা, ফোন নাম্বার দিতে হলে সেটা কাগজে লিখে দেবার নিয়ম, লিখার জন্য তাই কাগজের খোঁজ পড়ে যেত। যখন কারো কাছ থেকে চেয়ে চিন্তে একটুকরো কাগজ পাওয়া গেলো তখন দেখা গেলো কলম নাই! এইবার আবার কলম খোঁজার ধুমঅনেক্ষন পর কলমও হয়ত একটা পাওয়া গেল। তারপর লিখে দিতে হত ফোন নম্বর। এই সময় পাশ দিয়ে হয়তো আরেক জন যাচ্ছে, হঠাৎ থেমে হয়ত জিজ্ঞেস করলো আরে এইটা আপনার নাম্বার? আমাকেও একটু লিখে দিয়েন তো। কি আর করা! আবার কাগজের খোঁজ কর, কলম খোঁজ, তারপর লিখ। কপাল খারাপ থাকলে হয়তো আরো একজন এসে চাইবে। অথচ যাদের কার্ড আছে তাদের ঐ ভেজাল নাই। খালি হাসিমুখে একটা কার্ড বের করে দিলেই হল। আহা কী সুখ! তাদের এই সুখ আমাকেও পেয়ে বসল। তখন থেকেই স্বপ্ন দেখতাম কবে কবে আমি বড় হব, কবে আমার ভিজিটিং কার্ড হবে।

Continue reading ভিজিটিং কার্ড

Today is Square Root Day!

Have you noticed today’s date? It is 03/03/09. It is a square root day! I didn’t observe it either until I saw the post of Karen. And offcourse people are celebrating this special day. The following square root day will be on 04/04/16! So celebrate the today, who knows what will happen in 2016!

Here is a small clip from Harold and Kumar: Escape from Guantanamo, where a poem of Square Root of three has been used (which has been written by Dave Feinberg):

And here goes the actual poem:

I’m sure that I will always be
A lonely number like root three

The three is all that’s good and right,
Why must my three keep out of sight
Beneath the vicious square root sign,
I wish instead I were a nine

For nine could thwart this evil trick,
with just some quick arithmetic

I know I’ll never see the sun,
as 1.7321
Such is my reality,
a sad irrationality

When hark! What is this I see,
Another square root of a three

As quietly co-waltzing by,
Together now we multiply
To form a number we prefer,
Rejoicing as an integer

We break free from our mortal bonds
With the wave of magic wands

Our square root signs become unglued
Your love for me has been renewed.