উবুন্টুতে বাংলায় লেখালেখি করা

উবুন্টুতে বাংলায় লেখালেখির জন্য ডিফল্টভাবেই বাংলা কয়েকটি লেয়াউট দেয়া থাকে। এই লেয়াউটগুলো ব্যবহারের জন্য আলাদা কোন কিছু ইন্সটল করতে হয়না, কেবল লেয়াউটগুলো অ্যাক্টিভেট করলেই হয়ে যায়। ডিফল্টভাবে থাকা এসব লেয়াউটের মাঝে জনপ্রিয় দুটি লেয়াউট “প্রভাত” ও “জাতীয়”ও রয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে বাংলা লেখালেখি শুরু করবেন উবুন্টুতে।

  • প্রথমে ড্যাশ এ যান। সেখানে লিখুন key বা keyboard.

  • যে তালিকা আসবে সেখান থেকে Keyboard Layout ক্লিক করুন। একটি উইন্ডো ওপেন হবে।
  • উইন্ডোটির বাম কোনায় নিচের ছবিতে চিহ্নত যোগ চিহ্নে (+) ক্লিক করুন। বিভিন্ন কিবোর্ড লেয়াউটের একটা তালিকা আসবে।

  • এবার সেখান থেকে Bengali লিখে লিস্ট থেকে আপনার পছন্দমত কিবোর্ডটি Add করে নিন।
  • কিবোর্ড Add করা হয়ে গেলে নিচের ডানদিকে কোনায় Options বাটনে ক্লিক করুন।

  • Key(s) to change layout অপশনে গিয়ে যেকোন কম্বিনেশনে টিক দিন। এবং Close বাটনে ক্লিক করুন। এতে করে খুব সহজেই এই কম্বিনেশন ব্যবহার করে আপনি কিবোর্ড দিয়েই ইংলিশ ও বাংলা লেয়াউটের একটা থেকে আরেকটিতে চলে যেতে পারবেন।
  • অবশ্য নিচের ছবির মত, টপ প্যানেলের নোটিফিকেশন এরিয়াতেও কিবোর্ড ইন্ডিকেটর থাকবে, সেখান থেকেও ক্লিক করে আপনি কিবোর্ড পাল্টাতে পারবেন।

সুবিধার জন্য নিচে প্রভাত ও জাতীয় – দুটি কিবোর্ডেরই কিবোর্ড লেয়াউট দিয়ে দিলাম। ব্যস এবার ইচ্ছেমত টাইপ করুন বাংলা।

জাতীয় কিবোর্ড
প্রভাত কিবোর্ড

8 thoughts on “উবুন্টুতে বাংলায় লেখালেখি করা”

  1. আদনান ভাইকে সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। আমি ইউনিজয় দিয়ে লিখতে অভ্যস্থ। জাতীয় কীবোর্ড লিখতে কিছুটা সমস্যা হচ্ছে। র এর পর য ফলা দিতে পারছিনা। র এর পর য ফলা লেখার পদ্ধতি জানতে পারলে ভাল হত। উবুন্টু 12.04 এ ইউনিজয় ইন্সটলের পদ্ধতি নিয়ে লেখার জন্য অনুরোধ রইল।

    1. আগে একবার বের করেছিলাম পন্থাটি, এখন মনে নেই। দেখি খুঁজো পাওয়া যায় কীনা!

    2. দুই বছর পর যদিও রিপ্লাই দেয়ার কোন মানে হয় না। তবুও দেই।

      যেই লেআউটই ব্যবহার করেন, লিনাক্সে র এর পর য ফলা নিয়ে আসলেই ঝামেলা আছে। আমি এখনো পারি নাই ঠিক করতে।

      আর ইউনিজয় ব্যবহার করতে চাইলে, টার্মিনালে গিয়ে লিখুন,

      sudo apt-get install ibus ibus-gtk ibus-m17n m17n-db m17n-contrib
      আপনার পাসওয়ার্ড দিন। পরের কমান্ড দিয়ে ভেরিফাই করুন, ইউনিজয় ইন্সটল হয়েছে কিনা।

      sudo dpkg -L m17n-db| grep unijoy

      আউটপুটে দেখাবে যে কোথায় ইউনিজয়ের ফাইলগুলো আছে।
      /usr/share/m17n/bn-unijoy.mim
      /usr/share/m17n/icons/bn-unijoy.png

      এরপর একবার লগআউট লগিন করুন, কিংবা পিসি রিস্টার্ট করুন।

      এর পর এই টিউটোরিয়াল ফলো করুন, দেখবেন choose a layout বক্সে ইউনিজয় দেখাচ্ছে।

  2. ভাই আমি অভ্র দিয়ে লিখতে অভ্যাস্ত।কিন্তু অনেক চেষ্টা করেও কোনভাবেই আমার উবুন্তু ১২।০৪ এ অভ্র ইনস্টল করতে পারছিনা।

    1. আসলে গিটহাব থেকে অভ্র আমি নিজেই ঠিকঠাকমত ইন্সটল করতে পারিনি… ঠিকঠাক মত ইন্সটল করে তারপর লেখার প্ল্যান! 🙂

  3. জাতিয় কীবোর্ডের লেআউট কি সম্পূর্ন ‘ইউনিবিজয়’ এর মত? কিবোর্ড লেআউট হিসাবে ‘ইউনিবিজয়’ কি ব্যবহার করা যাবে অভ্রতে?

Leave a Reply