আপনি উবুন্টুর সাইট থেকে যেই ফাইলটি নামিয়েছেন সেটি হচ্ছে একটি .iso বা আইসো ফাইল। উবুন্টুকে ইন্সটল করতে হবে এই আইসো ফাইল থেকেই। উইন্ডোজ ইন্সটল করতে যেমন উইন্ডোজের সিডি দরকার হয় তেমনি উবুন্টু ইন্সটল করতে উবুন্টুর সিডি দরকার হয়। সেজন্য আইসো ফাইলটিকে একটা সিডি/ডিভিডিতে রাইট করে নিতে হবে। একটা খালি ডিভিডি/সিডি আপনার পিসির সিডি/ডিভিডি বার্নারে প্রবেশ করিয়ে কেবল মাত্র কপিপেস্ট করলেই আইসো ফাইলগুলো বার্ন হয়না। এজন্য প্রতিটি সিডি/ডিভিডি রাইটিং টুলসেই ইমেজ বার্ন (Image Burn) করার অপশন থাকে, সেটা ব্যবহার করতে হয়। আপনি যদি আইসো ফাইল বার্ন করার কিংবা সিডি/ডিভিডি বার্ন করার সফটওয়্যার গুলোর সাথে পরিচিত না হোন তবে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে উবুন্টুর সিডি/ডিভিডি বার্ন করতে পারেন।
- উইন্ডোজে বার্ন করাঃ
উইন্ডোজ ৯৫/৯৮/২০০০/এক্সপি/সার্ভার ২০০৩/ভিস্তা
১। ইন্ফ্রা রেকর্ডার ডাউনলোড করুন।
২। একটি খালি সিডি আপনার সিডি বা ডিভিডি বার্ণারে প্রবেশ করান।
৩। ইন্ফ্রা রেকর্ডার চালু করুন।
৪। মূল উইন্ডো থেকে ‘Write Image’ বাটনটি চাপুন। অথবা ‘Actions’ মেনু থেকে ‘Burn image’ নির্বাচন করুন।
৫। এবার আপনার ডাউনলোড করা উবুন্টু সিডি ইমেজটি নির্বাচন করুন এবং ‘Open’ বাটনটি ক্লিক করুন।
৬। এরপর ‘OK’ ক্লিক করুন।
উইন্ডোজ এক্সপি/সার্ভার ২০০৩/ভিস্তা
১। অপারেটিং সিস্টেমের উপযোগী সংস্করণের আইসো রেকর্ডার সফটওয়্যারটি ডাউনলোড করুন।
২। খালি সিডি আপনার সিডি/ডিভিডি বার্নারে প্রবেশ করান। তবে উইন্ডোজ ভিস্তা ছাড়া অন্যগুলোতে এটা দিয়ে ডিভিডি রাইট করা যায়না, শুধুমাত্র উইন্ডোজ ভিস্তাতেই এটা ব্যবহার করে ডিভিডি রাইট করা সম্ভব।
৩। আইসো রেকর্ডার চালু করুন।
৪। Image File এর পাশের খালি জায়গায় ক্লিক করুন, ব্রাউজার ওপেন হবে। এবার সেখানে আপনার উবুন্টু ISO ফাইলটি দেখিয়ে দিন। তারপর Next বাটনে ক্লিক করুন।
Windows 7 থেকে বার্ণ করা
১। আলাদা কোন সফটওয়্যার ডাউনলোডের দরকার নেই। ডাউনলোড করা উবুন্টু ISO ইমেজ ফাইলটির উপর মাউসের ডান বাটন ক্লিক করুন এবং Burn disc image অপশনটি নির্বাচন করুন।
২। আপনার সিডি/ডিভিডি বার্নার নির্বাচন করুন এবং Burn বাটনে ক্লিক করুন।
- উবুন্টুতে বার্ন করাঃ
১। আলাদা কোন সফটওয়্যার ডাউনলোড করার দরকার নেই। কেবল খালি সিডি আপনার সিডি/ডিভিডি বার্নারে প্রবেশ করান।
২। এবার আইসো (ISO) ফাইলটিতে মাউসের ডান বাটন ক্লিক করলে Write to Disc নামে একটি অপশন দেখা যাবে। সেটি ক্লিক করুন।
৩। Burn এ ক্লিক করুন।
আপনি যদি আরো বিস্তারিতভাবে পদ্ধতিগুলো জানতে চান কিংবা উপরের পদ্ধতিতে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তবে উবুন্টুর সাইটে বিস্তারিত দেখতে পারেন। সাইটের ডানপাশের অংশে “Help with installing Ubuntu” তে বার্ন করার পদ্ধতি নিয়ে ছবিসহ আলোচনা করা হয়েছে। সাইটটিতে আপনি নিচের মত স্ক্রিনশট পাবেন।
One thought on “সিডিতে উবুন্টুর আইসো (ISO) ফাইল বার্ন করা”