এই কৌতুক দুটো বাংলায লেখা। একবার ভেবেছিলাম এগুলো ইংলিশে ট্রান্সলেট করে দিই, কিন্তু পরমুহর্তেই মনে হল এইগুলো বাংলাতেই পরতে সবচেয়ে ভালো লাগছে, ইংলিশে ট্রান্সলেট করলে আবেদন নষ্ট হয়ে যাবে। তাই এই পোস্টটা বাংলাতেই করলাম।
চুট্কি # ১
প্রশ্ন: চাঁদে একজন রাজাকার। এর মানে কী?
উত্তর: সমস্যা।
প্রশ্ন: চাঁদে দু’জন রাজাকার। এর মানে কী?
উত্তর: মহা সমস্যা।
প্রশ্ন: গোটা রাজাকার সমাজ চাঁদে। এর মানে কী?
উত্তর: পৃথিবীতে সমস্যার সমাধান!
চুট্কি #২
প্রশ্ন: রাজাকার আর এক বালতি গোবরের মধ্যে পার্থক্য কোথায়?
উত্তর: ঐ বালতিটা।
valo na
i don't know
@neshe
WHAT you don't know??
anora sobai