ইদানিং দেশে বাংলা অনলাইন রেডিও উৎপাত বেশ বেড়ে গিয়েছে। বেশিরভাগগুলোতেই গান প্রচার করা হয়। তবে অনলাইন রেডিও শোনার সমস্যা একটাই – রেডিওর সাইটে গিয়ে ওদের প্লেয়ারে গান শুনতে হয়। কেমন হয় যদি সবগুলো রেডিওকে একটা প্লেয়ারের মধ্যে বন্দী করে ফেলা যায়? সাধারন প্লেলিস্টের মত একেকটা রেডিও থাকবে আর খালি মাউসের একটা ক্লিকেই পাল্টে যাবে রেডিও স্টেশন! এই কাজটা খুব সহজেই করা যায় রিদমব্ক্সে। [অন্যান্য প্লেয়ারেও করা যায়, যেহেতু উবুন্টুর সাথে রিদমবক্স ডিফল্ট হিসেবে আসে সেজন্য এখানে এটাকেই ব্যবহার করা হল।]
ওয়েবসাইটের ঠিকানা আর রেডিও স্টেশনের ঠিকানাঃ
একটা অনলাইন রেডিওর ওয়েবসাইটের ইউআরএল আর স্টেশনের (বা ব্রডকাস্ট) ইউআরএল কিন্তু দুটো ভিন্ন জিনিস। রিদমবক্সে রেডিও স্টেশন সেভ করতে হলে স্টেশনের ইউআরএল দরকার। স্টেশনের ইউআরএল সাধারনত যে সাইটে প্লেয়ার দিয়ে গান চলতে থাকে সে সাইটেই পাওয়া যায়। আমি ফায়ারফক্সে অডিও ভিডিও চালানোর জন্য MPlayer প্লাগিন ব্যবহার করি। এই প্লাগিনের আরেকটা সুবিধা হল এই প্লাগিন দিয়ে চালু হওয়া যেকোন ওয়েব প্লেয়ারে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করলে তার স্টেশনের ইউআরএল পাওয়া সম্ভব। নিচের ছবিটি দেখুনঃ
রেডিও টুডে’র প্লেয়ারে রাইট ক্লিক করে Copy URL দিয়ে যা পাওয়া যাবে সেটাই হল স্টেশনের এড্রেস। খেয়াল করলে দেখবেন রেডিও টুডে’র ওয়েব এড্রেস http://radiotodaybd.fm/ কিন্তু স্টেশনের এড্রেস http://122.248.11.50:8000। এই টিউটোরিয়ালে আমাদের সব সময় এই স্টেশন এড্রেসটাই দরকার হবে।
রিদমবক্সে রেডিও সেটাপঃ
এবার রিদমবক্স ওপেন করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।
১ নম্বর ধাপে রেডিও সিলেক্ট করুন। ২ নম্বর ধাপে নতুন রেডিও স্টেশন যোগ করতে আইকনটি ক্লিক করুন। এরপর ৩ নম্বরের মত পপ আপ বক্স ওপেন হবে। তাতে ব্রডকাস্ট এড্রেস বা স্টেশন ইউআরএলটি প্রবেশ করান (ছবিতে রেডিও গুগুনেরটা ব্যবহার করা হয়েছে)। এবার Add বটনে ক্লিক করুন।
এইবার যেই এড্রেসটা দিয়েছেন সেই এড্রেসটা লিস্ট থেকে খুঁজে বের করুন। খুঁজে বের করে তাতে রাইট বাটন ক্লিক করুন। তারপর Properties এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত টেক্সট ফিল্ডগুলোতে তথ্য দিয়ে দিন। তারপর Close চাপুন। এভাবে একের পর এক রেডিও আপনি যোগ করতে পারেন।
এইভাবে তথ্য দেবার কারন হল যাতে করে রেডিও স্টেশনগুলোকে আলাদা করা যায়। নাহলে সবগুলো ডিফল্টভাবে তাদের এড্রেসকেই নাম হিসেবে শো করবে
কিছু ইউআরএলঃ
আপনাদের সুবিধার জন্য কিছু ইউআরএল নিচে দিয়ে দিলাম। আর আপনারা যদি আরো ইউআরএল শেয়ার করতে চান তবে এইখানে সেটা দিতে পারেন। বলা যায় না, এতে করে হয়তোবা বাংলা অনলাইন রেডিওর একটা সংগ্রহশালা হয়ে যাবে এই পোস্টটা। তবে খেয়াল করে অবশ্যই স্টেশনের ইউআরএলটা দেবেন।
তাহলে উপভোগ করুন বাংলা রেডিও।
রেডিও গুনগুন
হাই ডেফিনিশন: http://69.39.233.135:8888/
৩২ বিট: http://69.39.233.135:8032/আড্ডা রেডিও
http://67.212.189.122:8076রেডিও আর্তনাদ
http://67.212.189.122:8070রেডিও খোলাজানালা
http://115.127.14.58:8000রেডিও আড্ডা
http://shared.streamwebtown.com/RadioAddaঅনলাইন গান
http://69.39.233.135:8400রেডিও ইনফিনিটি
http://69.39.233.135:8444রেডিও টুডে
ঢাকা স্টেশন: http://122.248.11.50:8000
চট্টগ্রাম স্টেশন: http://122.248.11.51:8000রেডিও ঢাকা
http://202.4.100.2:8000রেডিও লেমন
http://115.127.14.58:8000রেডিও তুফান
http://67.228.101.162:7600অনুভূতি রেডিও
http://75.126.219.187:8205অনিয়ম রেডিও
http://teksea.homeip.net:8000/listen.plsরেডিও বিজয়
http://115.124.98.144:8000রেডিও ফুর্তিঃ
http://115.127.14.180:8000
পূর্বে প্রকাশিতঃ
বাঃ। বাংলা রেডিওর কথা ত জানা ছিল না।
খুঁজলে আরো অনেক রেডিও পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে খুব কম সংখ্যক রেডিওই রেগুলার মেইনটেনেন্স করা হয়!
জটিল লেথা।
এই পোষ্টটি ফেভারিটে কিভাবে রাখা যায় ?
প্লিজ রিদমবক্স সফটওয়ারটি ডাউনলোড করার লিন্ক চাই।
এটার ডাউনলোড লিংক এইখানে। এটাতো উবুন্টুর সাথে ডিফল্টভাবেই দেয়া থাকে, তাই যদি আপনি উবুন্টু ব্যবহার করেন তাহলে আলাদা ডাউনলোডের দরকার নেই। তবে উবুন্টু ব্যবহার না করলে আমি যে লিংক দিলাম সেখান থেকে সোর্সকোড নামিয়ে কম্পাইল করে চালাতে হবে। তবে প্রায় একইভাবে বানশিতেও অনলাইন রেডিও চালানো সম্ভব।
সবচেয়ে সহজ উপায় হল, আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন। অথবা গুগল বুকমার্কে মার্ক করে রাখতে পারেন, তাহলে যেকোন পিসি থেকে আপনি এক্সেস করতে পারবেন।
কপিরাইট ইস্যূর কারণে নিজের কয়েকটি সিডি ogg ফরম্যাট করিয়ে রেখেছিলাম – অনেক আগে। আর, বর্তমান মেশিনে অপটিকাল ড্রাইভই রাখিনি …।
অ-নে-ক দিন পর নিজের পিসিতে নতুন গান শুনলাম এই পোস্টের কল্যানে।
আপনের ডেস্কটপ (ছবি নং ১) টা পছন্দ হইসে। আমি একজন মিন্টু, আমার ডেস্কটপ এ এইরকম ইফেক্ট আনা যাবে কি??
অবশ্যই আনা যাবে। আপনি এই পোস্টটি একটু পড়ুন।
নীলুদা, আপনি অনুমতি দিলে আমি এখান থেকে কিছু লিঙ্ক নিয়ে বানশির জন্য একটা টিউটোরিয়াল লিখতে চাচ্ছি। আশা করি অনুমতি পাব।
অবশ্যই লিখুন… কোনো সমস্যা নেই!
mplayer প্লাগইন ইনস্টল করব কিভাবে ? ফায়ারফক্সের সাইটে এমন কিছু পেলাম না।
http://www.radioswadesh.com রেডিও স্বদেশ ….. এখন জনপ্রিয় রেডিও………………. আশা করি সবার ভালো লাগবে।
Player port : http://www.radioswadesh.com:8002
ছবিগুলো দেখা যাচ্ছেনা। আবার দেয়া দরকার।
ছবিগুলো যে কী ছিল সেটাই তো মনে করতে পারছিনা! 😛 ছয় বছর আগের পোস্ট!