অনলাইন বাংলা কমিউনিটিগুলোর ব্যানারঃ অভ্রের সাথে একাত্মতা


গত কয়েকদিনে বাংলা অনলাইন কমিউনিটিগুলোতে বেশ ঝড় বয়ে যাচ্ছে। ঘটনার শুরু বিজয়ে সফটওয়্যারের মালিক মোস্তফা জব্বারের এক উক্তি থেকে। দৈনিক জনকন্ঠে মোস্তফা জব্বারের লেখা একটি কলামে তিনি জনপ্রিয় বাংলা লেখার সফটওয়্যার অভ্রকে তার প্রতিষ্ঠান থেকে বানিজ্যকভাবে বের হওয়া বিজয় সফটওয়্যারের ‘পাইরেটেড ভার্সন’ বলে উল্লেখ করেন। শুধু তাইনা, তিনি অভ্র টিমের সবাইকে ‘হ্যাকার’ বলেও দাবী করেন। তার উক্তি নীচে তুলে দিলামঃ

… আমাদের দেশের হ্যাকাররাও কম বিপজ্জনক নয়। আমার বিজয় সফটওয়্যারের পাইরেটেড সংস্করণ ইন্টারনেটে প্রদান করার ক্ষেত্রে এই হ্যাকাররা চরম পারদর্শিতা প্রদর্শন করেছে। এই হ্যাকার ও পাইরেটদের সহায়তা করার ক্ষেত্রে ইউএনডিপির নামও যুক্ত আছে। অভ্র নামক একটি পাইরেটেড বাংলা সফটওয়্যারকে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ইউএনডিপির অবদান সবচেয়ে বেশি। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন সেলের ওয়েবসাইট হ্যাক হলে তার দায় থেকেও ইউএনডিপিকে ছাড় দেয়া যায় না…

ব্যাপারটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। অভ্র টিমের পক্ষ থেকে মেহদী হাসান খান এ বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। তবে তিনি তুলে ধরার আগেই পুরো অনলাইন বাংলা কমিউনিটি এই মিথ্যাচারের বিরুদ্ধে ফেটে পড়ে।  সেই সাথে অনেকগুলো বাংলা কমিউনিটি অভ্রের সাথে একাত্মতা ঘোষণা করে নিজেদের ব্যানারও পাল্টে ফেলে। তাই পুরো বাংলা অনলাইন কমিউনিটিগুলো যেন অভ্রের রংয়ে সেজেছে। তবে “সামহোয়ার ইন ব্লগ” ও “প্রথম আলো ব্লগ” তাদের ব্যানার পাল্টায়নি। কোন বিষয়ে বাংলা অনলাইন কমিউনিটিগুলোর এভাবে একাত্মতা প্রকাশ করাটা বিরল ঘটনা। তাহলে চলুন দেখা যাক তবে ব্যানারগুলোঃ

sachal

apro

amarblog

amrabondhu

rongmohol

nagorikblog

projonmo

cadet college blog

4 thoughts on “অনলাইন বাংলা কমিউনিটিগুলোর ব্যানারঃ অভ্রের সাথে একাত্মতা”

  1. চমৎকার! অনেক ব্যানারই দেখা হয় নাই তখন। এখন দেখে ভালো লাগছে।

Leave a Reply