My Office Posters

Well … I am not talking about my office’s poster, rather these are the poster that I hung earlier in this week on my office room wall. My wall looked very much empty. So empty that I felt somewhat uneasy. Feeling uneasy about a room is not a good thing, specially if the room is your office room, where you spend almost your whole daytime. To diminish the unease and (of course) to beautify my room, I decided to decorate it with some posters.

Deciding to decorate the wall with a bunch of posters – is the easy part. Which posters to use – is the hard part. The poster shops are full with the posters of car, flower, actor-actress etc. But sadly those are not my type. I wanted to display some posters which reflect myself. So I decided to design my own posters! Now comes the part – Which posters to use? Well … I wanted to display three kinds of posters – one is about Bangladesh and the famous-renowned Bangladeshis, one is about electrical engineering and one is about my favourite computer operating system Ubuntu.

I opened Inkscape and tried to create some, and it finally lead me to design ten posters!

The first category is about Bangladesh and renowned Bangladeshis. In this category one poster is about the first national flag of Bangladesh. And the rest of the posters are featured the famous and influential persons like Maulana Abdul Hamid Khan Bhashani (a popular political leader), Jagadish Chandra Bose (a Bengali polymath: a physicist, biologist, botanist, archaeologist, as well as an early writer of science fiction), Kazi Nazrul Islam (a Bengali poet, musician and revolutionary who pioneered poetic works espousing intense spiritual rebellion against fascism and oppression), Muhammad Shahidullah (a famous Bengali educationist, writer philologist and linguist) and Muhammad Yunus (a Bangladeshi nobel peace prize laureate). To view a larger and printable version, please click the respective images.

 

The second category is about some posters related to the Electronic and Electrical Engineering. As I myself am an Electrical Engineer, my room should say it too. So I tried to design some funny humorous engineering posters and finally ended up with the following two. Again, to view a larger and printable version, please click the respective images.

And the last category contains two posters about promoting Ubuntu – my favourite computer operating system, which I am currently using in my laptop as well as desktop. I’ve been an Ubuntu user for more than 3 years. Whenever I get any chance, I try to promote this free powerful operating system to others. Just take a look at the two posters.

The above two ubuntu posters are also available in Bangla language. If you want to use the Bangla version instead, then please visit here and here.

16 thoughts on “My Office Posters”

    1. ধন্যবাদ! 🙂

      রবীন্দ্রনাথ কেন অনুপস্থিত? সহজভাবে বললে আমার পছন্দের মানুষদের তালিকার মাঝেই রবীন্দ্রনাথ অনুপস্থিত! পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আমি আমার প্রিয় বাঙালিদেরকে অগ্রাধিকার দিয়েছি। এখন এক্ষেত্রে একেকজনের পছন্দ একেক রকম, তাইনা! কারো পছন্দ রবীন্দ্রনাথ কারো বা রথীন্দ্রনাথ! তাছাড়া আমি কবিতা পড়ি-টড়ি না, বেশ ভয় পাই, কবিতার অন্তর্নিহিত ভাব বোঝার মত সুচারু মস্তিষ্ক আমার নেই। সেজন্য কবি সমাজকে সমঝে চলি। কিন্তু নজরুল ভিন্নকথা, তাঁর কবিতা আমাকে সবসময়ই কেন জানি টানে! ভাব বুঝলেও টানে, না বুঝলেও টানে। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমার পছন্দ-না-পছন্দ অন্যরকম, ঠিক গতানুগতিক না (সবারই নিজের পছন্দসই একটা ব্যাপার থাকে)। রবীন্দ্রনাথ বা জীবনানন্দের চেয়ে দ্বিজেন্দ্রলালকে আমার বেশি ভাল লাগে – কেবলমাত্র তাঁর একটা গানের জন্যই। আবার সাহিত্যিক হিসেবে রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের চেয়ে উপেন্দ্র-সুকুমার-সত্যজিৎকে ভাল লাগে। অন্যদিকে ছড়া জিনিসটার খুব ভক্ত আমি, যার ফলে সত্যন্দ্রনাথ আর সুকুমার হচ্ছে আমার খুবই প্রিয় সাহিত্যিক। আসলে পছন্দের পুরো ব্যাপারটাই আপেক্ষিক। আমার এই আপেক্ষিক তালিকায় রবীন্দ্রনাথ নেই! 🙁

      তাছাড়া দেয়ালে একটা বাড়তি ছবি টানাবার জায়গাও থাকতে হবে। 😛 অবশ্য আমার দেয়ালে ছবি টানাবার জায়গা থাকলে রবীন্দ্রনাথের আগে সত্যজিতেরই জায়গা আগে পাকা হবে।

  1. Heh, nice! .. You know, I once felt the same and created an ubuntu poster for my room door, though it’s not that good.

    btw, it’s still hannging on my door. 😉

    1. Your’s is a nice one too, really! Neat and simple – I liked it. The theme and the colour combination (orange and aubergine) with a lynx is the real catch!

      Why don’t you put your work on spreadubuntu? Or have you already done that?

      1. Ah, yes, I was planning to have it there when I was designing it, but something unfortunate had happened. While I was making it I didn’t re-save as I progressed. Before finishing it, we had a blackout! … All I had was a .png which I repeatedly generated throughout the process. So I ended completing the design based on a bitmap < 2000 pixels – if I'm not mistaken! No svg file. :L

        You should have figgured the rest by now, … spreadubuntu requires the source files .svg which I don't have. :/

        1. That’s a tragedy! 🙁 And that’s why I always press ctrl+s after a while through out the process, no matter whether it is Inkscape or Libre Office or other programs. And it becomes quite a habit to me!

  2. আপনার প্রিয় দ্বিজেন্দ্রলাল রায়ের গানটা কি “ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা …” ? আমার ও প্রিয় গান । এই গানটা তো স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে হতেও হয় নি । বিভিন্ন রকমের যন্ত্রানুসঙ্গ সহ , এমন কি মিলিটারি ব্যান্ডের সঙ্গে ও , গানটা গাইলে দারুন জমকালো শোনায় । আমি মিলিটারি ব্যান্ডের সঙ্গে গানটা আমি কল্পনায় মাঝে মাঝে শুনি । শরীরে মনে শিহরণ জাগে ।

    1. একদম ঠিক ধরেছেন! উনি যদি জীবনভর আর কোন কিছু না লিখে কেবল এই গানটিই রচনা করে যেতেন, তারপরও তাঁকে আমি পছন্দ করতাম। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি “ধন ধান্যে পুষ্পে ভরা” – গানটি আমাদের জাতীয় সঙ্গীত হবার সব ধরণের শর্ত পূরণ করে। অন্যদের কথা  জানিনা, কিন্তু গানটি শুনলে আমার নিজের শরীরে এক ধরণের শিহরণ জাগে, মনে হয় ‘সকল দেশের সেরা’ দেশটির জন্য জীবন দেয়া মোটেও কোনও কঠিন ব্যাপার নয়! 

  3. আচ্ছা মন্তব্যগুলো কি সংশোধন (edit) করা যায় ?  মাঝে মাঝে বানান ভুল হয়ে যায় যেমন আমার আগের মন্তব্যে নিজের নামের বানানটাই ভুল লিখে ফেলেছি ! কিভাবে সংশোধন করা যায় যদি একটু শিখিয়ে দেন । আমি তো ঘাগু কমপিউটার ব্যবহারকারি নই । আমার কমপিউটার ব্যবহার এর বয়স এখনো একটা বছরও পার হয় নি ।

    1. আপাতত আপনার সংশোধন করার কোন ক্ষমতা নেই! 🙁 সংশোধন করতে হলে কেবলমাত্র আমিই করতে পারব।

      তবে আপনি আপনার নিজের মন্তব্য সংশোধন করতে পারতেন যদি মন্তব্যগুলো ডিস্কাস এ আপনার কোন অ্যাকাউন্ট দিয়ে করতেন। আমি আমার ব্লগে কমেন্টের জন্য থার্ডপার্টি প্লাগিন ডিস্কাস ব্যবহার করি। আপনি যখন এখানে মন্তব্য করেন তখন আপনার নাম আর ইমেইল দিয়ে করেন। তা না করে আপনি যদি আপনার ডিস্কাস অ্যাকাউন্ট ব্যবহার করে করেন, তবে যেকোন সময় আপনার যেকোন মন্তব্য আপনি সংশোধন/সম্পাদনা করতে পারবেন। তাই একটা ডিস্কাস অ্যাকাউন্ট খুলে ফেলুন, তরপর মন্তব্য করতে থাকুন। 🙂

  4. সিলাইদহের ডাক হরকরা। এই
    গগণহরকরা ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যেরে’ গানটি রবীন্দ্রনাথকে
    বিশেষভাবে প্রভাবিত করেছিল, এর সুর অবলম্বনে তার বিখ্যাত স্বদেশী সঙ্গীত
    ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ রচিত হয়।

    ( পড়ুন–রবিজীবনী/ প্রশান্ত পাল/ তৃতীয় খণ্ড। )

  5. THE FLIP SIDE OF THE TAGORE STORY: HE PLAGIARIZED THE “AMER SONAR BANGLA” SONG

    “গীতিনাট্যে কতকগুলি গানে ইংরেজি স্কচ আইরিশ সুর দেওয়া হয়েছে। তার তালিকা–

    ১) ও দেখবি রে ভাই, আয়রে ছুটে : The Victor of Bray,

    ২) তুই আয় রে কাছে আয় : The British Grenediers,

    ৩) ফুলে ফুলে ঢলে ঢলে : Ye banks and braes.

    ৪) মানা না মানিলি : Go where glory wait thee,

    ৫) আহা আজি এ বসন্তে : Go where glory wait thee,

    ৬) তবে আয় সবে আয় : অজ্ঞাত

    ৭) কালি কালি বলো রে আজ : Nancy Lee

    ৮) মরি, ও কাহার বাছা : Go where glory wait thee

    ৯) ওহে দয়াময় :Go where glory wait thee

    ১০) কতবার ভেবেছিনু : Drink to me only

    ১১) পুরনো সেই দিনের কথা : Auld Lang Syne.

    কালমৃগয়া শুনতে ক্লিক করুন– লিংক

    লোকপ্রচলিত বা পুরাতন বাংলা গানের সুরে রচিত গানের তালিকা–

    ১) এবার তোর মরা গাঙ্গে : ( মন-মাঝি সামাল সামাল)

    ২) যদি তোর ডাক শুনে কেউ না আসে : (হরিনাম দিয়ে জগৎ মাতালে)

    ৩) আমার সোনার বাংলা : (কোথায় পাব তারে/ লেখা আছে– মূল বাউল সঙ্গীতটি শিলাইদহে গগন হরকরার নিকট পাইয়াছিলেন)

    ৪) বেঁধেছ প্রেমের পাশে : (চাঁচর চিকুর আধো)

    ৫) ক্ষমা আমায়–আমায় : (জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ) ।”

    ——————————-

    সিলাইদহের ডাক হরকরা।

    এই গগণহরকরা ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যেরে’ গানটি রবীন্দ্রনাথ
    ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ রচিত হয়।

    ( পড়ুন–রবিজীবনী/ প্রশান্ত পাল/ তৃতীয় খণ্ড। )

Leave a Reply