বোকাসোকা প্রশ্ন!

মাত্র লিনাক্স ব্যবহার করা শুরু করেছি, তখন বলতে গেলে এক্কেবারে কিছুই জানিনা। অজ্ঞতার কারনে অনেক অপরিপক্ক প্রশ্ন মাথার মধ্যে আসে যেগুলো হয়ত বাঘা বাঘা লিনাক্সবোদ্ধাদের কে জিজ্ঞেস করলে বাঁকা হাসি দিবে! তারপরও তো জানতে হবে, অন্তত নিজের তাগিদেই। তাই মাঝে মধ্যেই আমার এইসব বোকা-সোকা প্রশ্নগুলো নিয়ে ইন্টারনেট ঘাঁটাঘাটি করতাম, এখনো অবশ্য করি। মাঝমধ্যে পেয়ে যাই, কখনো বা লিঙ্কের সাগরে তলিয়ে যাই, কিন্তু বেশিরভাগ সময়ই এত কাঠখোট্টা-টেকি কথা থাকে যে আমার মত নাদান লিনাক্স-ইউজাররা কঠিনভাবে ভড়কায় যায়। তবে আমি ভড়কায় গেলেও চেষ্টা থামাইনা, কারন আমাকে লিনাক্সের জ্ঞান নিতে হবে, শাস্ত্রে বলা আছে জ্ঞান নিতে সুদূর চীন পর্যন্ত যেতে হবে, কিন্তু চৈনিক সাইটগুলাতে চৈনিক ভাষা ব্যবহার করায় কাজটা আমার জন্য আরো জটিল হয়ে গেছে!

যাই হোক সেই নাদান মনের বোকা বোকা সেসব প্রশ্ন নিয়েই আমাদের প্রযুক্তি ফোরামে বিভিন্ন পোস্ট দিতাম। ভয়ে ভয়ে থাকতাম আমার এইসব হাবিজাবি প্রশ্ন শুনে না আবার তারা আমাকে কঠিন ঝাড়ি দেয়! কিন্তু আমাকে অবাক করে দিয়ে ফোরামের লিনাক্সবোদ্ধারা আমাকে এ ব্যাপারে প্রচন্ড সাহায্য করা শুরু করলেন। তাই ভাবলাম সেসব পোস্ট নতুন লিনাক্স ব্যবহারকারিদের সাথে ভাগাভাগি করি, নতুনদের বেশ উপকারে আসবে।

পোস্টগুলো নীচে লিঙ্কাকারে দেয়া হল। এইসব লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের প্রযুক্তি ফোরামে সংশ্লিষ্ট পোস্টে চলে যাবেন।

14 thoughts on “বোকাসোকা প্রশ্ন!”

  1. আপনার সাইটটি চমৎকার, আর লেখার ক্ষেত্রে আপনার হাতের যশও অনেক ভাল।
    ধন্যবাদ

  2. ভাই, আমি উবুন্টু ১০.১০ চালাচ্ছি। আমার প্রসেসর ইন্টেল ডুয়েল কোর ৩ গিগা হার্টজ,র‍্যাম ২ জিবি ডিডিআর ৩, মাদারবোর্ড ইন্টেল বিল্টইন এজিবি। compiz ইন্সটল করেছি কিন্তু টা কিভাবে ব্যবহার করবো বুঝতে পারছিনা।

    1. উবুন্টুর উপরের প্যানেলের System > Preferences > CompizConfig Settings Manager এই সব ইফেক্ট দেবার অপশন দেয়া আছে।

  3. ভাই, আর একটা বোকাসোকা প্রশ্নঃ আমি নতুন সিপিউ ব্যবহার করছি। আমার আগের সিপিউতেও উবুন্টু ১০.১০ ছিল যা আপডেটেড ছিল। কিন্তু নতুন সিপিউতেও আমাকে আবারো সব কিছু আপডেট করতে হয়েছে। এখন আমি আমার সকল আপডেট সহ একটা বুটেবল উবুন্টু সিডি তৈরী করতে চাই যাতে পরবর্তীতে আমাকে সব কিছু আবার আপডেট না করতে হয়। এবিষয়ে কোন পোস্ট থাকলে প্লিজ জানান।

  4. ধন্যবাদ আপনাকে। আবারো একটি জিজ্ঞেসাঃ আমি উবুন্টু১০.১০ ব্যবহার করি,সেটা তো আপনি জানেনই।এখন আমি রিমাস্টারসিস ব্যবহার করে উবুন্টুকে ব্যাকআপ নিতে হলে কি আমি উবুন্টুর সফটওয়্যার সোর্সে # Remastersys
    deb http://www.geekconnection.org/remastersys/repository karmic/ যোগ করবো নাকি # Remastersys
    deb http://www.geekconnection.org/remastersys/repository ubuntu/

    1. পয়লাটা লিখতে হবে।রিমাস্টারসিস নিয়ে ছবিসহ ধাপে ধাপে একটা টিউটোরিয়াল রয়েছে এখানে। আশাকরি উপকারে লাগবে।

  5. ধন্যবাদ আপনাকে। আপনার দেয়া লিঙ্কটা দেখেছি। আশা করি ঠিক মত করতে পারবো….:)

    1. আপনি যদি কমান্ড লাইন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তবে এই লিংকে উল্লেখিত উপায়ে কাজ করতে পারেন। আর যদি গ্রাফিকাল ইন্টারফেস পছন্দ করেন তবে আমার দেয়া লিংকটা দেখতে পারেন। দুটোরই একই কাজ।

  6. ভাই, আমি রিমাস্টারসিস ব্যবহার করে customdist.iso এর একটা ডিভিডি বার্ণ করালাম, কিন্তু সেটা দিয়ে বুট করতে গেলে বলে /casper/initrd.gz মিসিং!!! ঘটনা কী বুঝলাম না!!!। আমি শুধু customdist.iso এ বার্ণ করিয়েছি, customdist.iso.md5 টা করিনি, এটাই কি কারণ?

    1. আপনি সম্ভবত আমার আগের জবাবটি ঠিকমত লক্ষ্য করেননি। আমি পয়লা রিপোটি অর্থাৎ নিচের রিপোটি নিতে বলেছিলামঃ# Remastersysdeb http://www.geekconnection.org/… karmic/দেখে মনে হচ্ছে আপনি পুরনো রিপো নিয়েছেন। আপনার এই সমস্যাটি পুরনো রিপোতে ছিল, নতুনটিতে নেই। নতুন রিপো যোগ করার আগে পুরনোটি মুছে নেবেন। রিপো মুছতে System > Administration > Software Sources এ যান, তারপর Other Software এ গিয়ে পুরনো রিপো মুছে, নতুন করে শুরু করুন।

  7. পুরা বেকুব হইয়া গেলাম!!! আপনি লিখেছেন ‘পয়লা’ আর আমি হাজার বার পড়েছি ‘পরেরটা’!!! হাহাহা। যাইহোক, পরের বার সব ঠিক মত করে ডিভিডি বার্ণ করলাম, এবং সেটা ছোট ভাইয়ের কম্পিউটারে চেকও করলাম…অসাধারণ অনুভূতি….

Leave a Reply