উবুন্টুর বুটেবল ইউএসবি তৈরি করুন

আপনি উবুন্টুর যে আইসো (.iso) ফাইলটি নামিয়েছেন, ইচ্ছে করলে সেটিকে সিডি/ডিভিডিতে রাইট না করে শুধুমাত্র ইউএসবি স্টিকে (পেন ড্রাইভ) বিশেষভাবে রাইট করেও উবুন্টু ইন্সটল করা যায়। ইউএসবি থেকে বুট করতে হলে মাদারবোর্ডের বায়োস সেটিং-এ কিছু পরিবর্তন করতে হবে। প্রথমে ইউএসবি ডিভাইস বুট করার অপশনটি চালু করতে হবে। তবে মাদারবোর্ড যদি পুরনো হয় তবে সেটা ইউএসবি স্টিক থেকে বুট সাপোর্ট নাও করতে পারে। এজন্য প্রথমেই জেনে নিন আপনার মাদারবোর্ড ইউএসবি বুট সাপোর্ট করে কিনা। যদি না করে তবে সিডি/ডিভিডি থেকেই উবুন্টু ইন্সটল করুন।


আসুন তাহলে দেখে নিই কীভাবে উইন্ডোজ বা উবুন্টু থেকে আপনার ইউএসবি স্টিককে উবুন্টুর আইসো দিয়ে বুটেবল করবেন।

  • উইন্ডোজ থেকে ইউএসবি বুটেবলঃ

১। ইউএসবি স্টিককে বুটেবল করতে হলে উইন্ডোজে আলাদা সফটওয়্যার দরকার হয়। এক্ষেত্রে ইউনেটবুটিন সবচেয়ে ভালো অপশন। এখান থেকে ডাউনলোড করুন।

২। এটা ইন্সটলের দরকার নেই , .exe ফাইলটি ডাবল ক্লিক করে ইউনেটবুটিন চালান।

৩। নীচের ছবির মত Disk Image অংশে আপনার ISO ইমেজটা দেখিয়ে দেবেন।

৪। Drive এর জায়গায় আপনার ইউএসবি স্টিকটি সিলেক্ট করুন ( সাধারণত বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকে )।

৫। Ok ক্লিক করলেই বুটেবল ইউএসবি স্টিক তৈরি হয়ে যাবে।

  • উবুন্টু থেকে ইউএসবি বুটেবলঃ

১। উবুন্টুতে এজন্য আলাদা কোন সফটওয়্যারের দরকার নেই।

২। System > Administration > Startup Disk Creator ক্লিক করুন।

৩। Source disc image (.iso) or CD অংশে আপনার ডাউনলোড করা উবুন্টুর আইসো ফাইলটা দেখিয়ে দিন।

৪। Disk to use অংশে আপনার ইউএসবি স্টিক (পেন ড্রাইভ) দেখিয়ে দিন।

৫। Make Startup Disk এ ক্লিক করুন। এবার বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি হয়ে যাবে।

আপনি যদি আরো বিস্তারিতভাবে পদ্ধতিগুলো জানতে চান কিংবা উপরের পদ্ধতিতে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তবে উবুন্টুর সাইটে বিস্তারিত দেখতে পারেন। সাইটের দ্বিতীয় অংশ “Burn your CD or create a USB drive” তে বার্ন করার পদ্ধতি নিয়ে ছবিসহ আলোচনা করা হয়েছে। সাইটটিতে আপনি নিচের মত স্ক্রিনশট পাবেন।

উপরের ছবির মত :১: নম্বর ধাপে সিডি/ডিভিডি না ইউএসবি কে বুটেবল করতে চান সেটা পছন্দ করুন। :২: নম্বর ধাপে আপনার অপারেটিং সিস্টেম নির্বাচন করুন। তারপর :৩: নম্বর ধাপের “Show me how” বাটনে ক্লিক করলে ছবিসহ বিস্তারিত পদ্ধতি আপনার সামনে চলে আসবে।

14 thoughts on “উবুন্টুর বুটেবল ইউএসবি তৈরি করুন”

  1. botable usb ta ke kivabe abr pendrive hishebe babohar korbo? format korte hobe?bose achi ans er jonno tarpor usb stck er maddhome install korbo …sob kisu jenechi apnar post gula thekei.. owesome.. thank u 😀 😀

    1. বুটেবল পেনড্রাইভকে ফরম্যাট না করেই সাধারণ পেনড্রাইভ হিসেবে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে পেনড্রাইভে বুটেবল ফাইলগুলো থেকে যাবে। ফরম্যাট করে নিলে সুবিধা হবে, তাহলে আর বুটেবল ফাইলগুলো অযথা জায়গা খাবেনা। তবে যদি একই বুটেবল ইউএসবি ড্রাইভ বিভিন্ন কম্পিউটারে বুট/ইন্সটল করার জন্য ব্যবহার করতে চান তবে সেটাতে অন্য কোন ফাইল কপি না করাটাই শ্রেয়।

    1. আইসো ফাইলটি উবুন্টু’র রয়েছে। নিচের লিংকে গিয়ে ডাউনলোড করতে পারেনঃ
      http://www.ubuntu.com/download/ubuntu/download

  2. আমার কাছে একটা কাস্টমাইজ সিডি আছে আমি কি এটা হতে পেনড্রাইভ বুটেবল করতে পারব। ডিস্কে কোন *.iso ফাইল  নাই।

    1. করতে পারার কথা। .iso ফাইলের বদলে কেবল সিডি ড্রাইভটি দেখিয়ে দিলেই (ড্রাইভে অবশ্যই উবুন্টুর সিডি থাকতে হবে) কাজ করা উচিৎ, নিজে কখনো করিনি বলে জোর দিয়ে বলতে পারছিনা, তবে চেষ্টা করে দেখুন, আশা করি কাজ হবে।

  3. কাজ হয়েছে  লাইভ চলে কিন্তু ইন্সটল করার সময় কী-বোর্ড সিলকশনের পর আর ফরওয়ার্ড হয় না।

    1. সিডির ফাইলটা সম্ভবত করাপ্টেড! করাপ্টেড হলে কিছুই করার নেই। নতুন করে আইসো ফাইল নামাতে হবে। 🙁

Leave a Reply