– কিছু কথা কাউকে বলা দরকার। অনেকদিন ধরে মনের ভেতর ধরে রেখেছি।
– আমাকে বলা যায়? আমি সবসময় তোর কথা শুনতে রেডি।
– আমি সেটা জানি। সেজন্যই সবচেয়ে কাছের বন্ধুর কথা মনে হলেই তোর কথা মনে পড়ে।
– হুমম… মনে পড়ে বারেক স্যার একবার ক্লাসে বলেছিলেন ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারেনা, বন্ধুত্বের মাঝে প্রেম চলে আসে।
– সেদিন ক্লাসে আমি এইটা শুনে হেসে ফেলেছিলাম… এখনো মনে আছে।
– আর স্যার তোকে বের করে দিয়েছিলেন…
– হুমম… এটাও মনে আছে।
–তারেকরা আমাকে আর তোকে নিয়ে ঠাট্টা করত… তারেকের কথা মনে আছে?
– মনে থাকবেনা আবার! ও আমাদের কে সবসময় সুখী দম্পতি বলত… বেচারা… বন্ধুত্ব আর প্রেমের মধ্যে পার্থক্যটা ও কখনোই ধরতে পারেনি…
– না ধরতে পারার যথেষ্ট কারনও ছিলো… পুরো ভার্সিটি লাইফে… আমি প্রেম করার মত কোন ছেলে পেলামনা… আর তুই পেলিনা কোন মেয়ে…
– কী মজার দিন গুলো ছিল… তাইনারে!
– হু… মজার ছিলো… তোর সমস্যাটা বললিনা যে!
– অনেকদিন ধরে একজনকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু পারছিনা।
– কেন?
– কারন আমি তাকে প্রচন্ড ভালোবাসি।
– তো?
– ভয় হয় যদি আমাকে না করে দেয়!
– তোকে না করবে! মাথা খারাপ নাকি! তোর মত ছেলে কয়টা ভাগ্যবতী মেয়ের কপালে
জুটে?
– আমার মনে হয় ও আমাকে পছন্দ করেনা।
– ব্যাপারনা… তুই জাস্ট বল্ যে তুই ওকে ভীষন পছন্দ করিস… তোর ফীলিংস্টাতো ঐ মেয়েকে দেখাতে হবে… নাকি!
– আমি প্রতিদিন ওকে এইটা বলতে চাই কিন্তু পারিনা…
– আমি তোর অবস্থাটা বুঝি… আমারো এই সমস্যাটা আছে… আমিও কোনদিন ঐ ছেলেকে আমার মনের কথাটা বলতে পারবোনা।
– এক মিনিট! একটা ছেলে তোর জীবনে আছে আর আমি জানিনা! কোন ছেলে?
– আছে একজন… বাদ দে… তোর ব্যাপারটা বল্,…
– নাহ্ মেয়েটা আমাকে কোনমতেই পছন্দ করেনা?
– কে আছে এই পৃথিবীতে যে তোকে পছন্দ করবেনা?
– তুই!
– কে বললো তোকে… আমার বিপদে আনন্দে তুইই ছিলি আমার সাথী… তুই আমার সবচেয়ে… সবচেয়ে কাছের বন্ধু… তোকে আমি কিভাবে অপছন্দ করব? তোকে যে আমি ভালবাসি!
– আমিও … আমিও তোকে ভালোবাসি। অনেক… অনেক ভালোবাসি…
– তাহলে এইবার মেয়েটাকে মনের কথা খুলে বল্…
– আমি যে এইমাত্র সেটা করলাম।