উবুন্টুতে বাংলায় লেখালেখি করা

উবুন্টুতে বাংলায় লেখালেখির জন্য ডিফল্টভাবেই বাংলা কয়েকটি লেয়াউট দেয়া থাকে। এই লেয়াউটগুলো ব্যবহারের জন্য আলাদা কোন কিছু ইন্সটল করতে হয়না, কেবল লেয়াউটগুলো অ্যাক্টিভেট করলেই হয়ে যায়। ডিফল্টভাবে থাকা এসব লেয়াউটের মাঝে জনপ্রিয় দুটি লেয়াউট “প্রভাত” ও “জাতীয়”ও রয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে বাংলা লেখালেখি শুরু করবেন উবুন্টুতে।

অভ্র ফনেটিক দিয়ে বাংলা লেখা

অনেকেই উবুন্টু কিংবা মিন্টে অভ্র দিয়ে ফনেটিক বাংলা লিখতে গিয়ে অভ্র ইন্সটল করতে বেশ সমস্যায় পড়ছেন। অথচ উবুন্টু বা মিন্টে অভ্র ইন্সটল করা খুব সহজ। সামান্য কয়েকটা সহজ ধাপ অনুসরণ করে সহজেই অভ্র ইন্সটল করা সম্ভব। তাহলে আসুন আমরা অভ্র ইন্সটল করি।

এই টিউটোরিয়ালে আমি উবুন্টু ১০.০৪ (ল্যুসিড লিংক্স) এ অভ্র ইন্সটলেশান নিয়ে আলোচনা করছি। একই পদ্ধতিতে লিনাক্স মিন্ট ৯ (ইসাডোরা) এ ও অভ্র ইন্সটল করা সম্ভব। অভ্র ইন্সটল করতে নীচের ধাপগুলো অনুসরণ করুনঃ

Continue reading অভ্র ফনেটিক দিয়ে বাংলা লেখা