উবুন্টুকে দিন ম্যাকের চেহারা!

এবার ম্যাকের দৃষ্টিনন্দন ডেস্কটপ থিমকে এবার আনতে পারেন আপনার উবুন্টু বা মিন্টে। নিচের ছবি দুটো দেখুন। প্রথমটা আমার ল্যাপির (উবুন্টু ৯.০৪), দ্বিতীয়টা আমার পিসির (যেটাতে আছে লিনাক্স মিন্ট ৭)।

Continue reading উবুন্টুকে দিন ম্যাকের চেহারা!

লিনাক্স সমস্যাময়! আসলেই কি তাই?

অনেককেই বলতে শোনা যায় যে “…আর বলেন না ভাই, লিনাক্সে কয়েকদিন ছিলাম, খুবই ভেজালের জিনিস, এত্ত কঠিন যে বহুত সমস্যা হয়। পরে আবার উইন্ডোজে ফেরত আসছি…“। এই “বহুত সমস্যাটা” আসলে কি? এতই যদি সমস্যা হয় তাহলে পৃথিবীর তাবৎ সার্ভারগুলো লিনাক্সে চলতনা। এমনকি খোদ মাইক্রোসফটও তাদের সার্ভার লিনাক্সে চালাতোনা। ভাবছেন ভুল পড়ছেন? নাহ, আপনি ঠিকই পড়েছেন, মাইক্রোসফট নিরাপত্তার জন্য তাদের নিজেদের সার্ভারের বদলে লিনাক্সের সার্ভার ব্যবহার করে! তাহলে চিন্তা করে বলুনতো আসলেই কি লিনাক্স খুবই সমস্যাময়?
Continue reading লিনাক্স সমস্যাময়! আসলেই কি তাই?

বোকাসোকা প্রশ্ন!

মাত্র লিনাক্স ব্যবহার করা শুরু করেছি, তখন বলতে গেলে এক্কেবারে কিছুই জানিনা। অজ্ঞতার কারনে অনেক অপরিপক্ক প্রশ্ন মাথার মধ্যে আসে যেগুলো হয়ত বাঘা বাঘা লিনাক্সবোদ্ধাদের কে জিজ্ঞেস করলে বাঁকা হাসি দিবে! তারপরও তো জানতে হবে, অন্তত নিজের তাগিদেই। তাই মাঝে মধ্যেই আমার এইসব বোকা-সোকা প্রশ্নগুলো নিয়ে ইন্টারনেট ঘাঁটাঘাটি করতাম, এখনো অবশ্য করি। মাঝমধ্যে পেয়ে যাই, কখনো বা লিঙ্কের সাগরে তলিয়ে যাই, কিন্তু বেশিরভাগ সময়ই এত কাঠখোট্টা-টেকি কথা থাকে যে আমার মত নাদান লিনাক্স-ইউজাররা কঠিনভাবে ভড়কায় যায়। তবে আমি ভড়কায় গেলেও চেষ্টা থামাইনা, কারন আমাকে লিনাক্সের জ্ঞান নিতে হবে, শাস্ত্রে বলা আছে জ্ঞান নিতে সুদূর চীন পর্যন্ত যেতে হবে, কিন্তু চৈনিক সাইটগুলাতে চৈনিক ভাষা ব্যবহার করায় কাজটা আমার জন্য আরো জটিল হয়ে গেছে!

যাই হোক সেই নাদান মনের বোকা বোকা সেসব প্রশ্ন নিয়েই আমাদের প্রযুক্তি ফোরামে বিভিন্ন পোস্ট দিতাম। ভয়ে ভয়ে থাকতাম আমার এইসব হাবিজাবি প্রশ্ন শুনে না আবার তারা আমাকে কঠিন ঝাড়ি দেয়! কিন্তু আমাকে অবাক করে দিয়ে ফোরামের লিনাক্সবোদ্ধারা আমাকে এ ব্যাপারে প্রচন্ড সাহায্য করা শুরু করলেন। তাই ভাবলাম সেসব পোস্ট নতুন লিনাক্স ব্যবহারকারিদের সাথে ভাগাভাগি করি, নতুনদের বেশ উপকারে আসবে।

পোস্টগুলো নীচে লিঙ্কাকারে দেয়া হল। এইসব লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের প্রযুক্তি ফোরামে সংশ্লিষ্ট পোস্টে চলে যাবেন।

উবুন্টু ৯.০৪ সহায়িকা (উবুন্টু বাংলাদেশ)

অনেকদিন থেকে বাংলায় উবুন্টু চলতি ভার্সনের জন্য একটা ভাল টিউটোরিয়াল খুঁজছেন? ভাবছেন, অমুক বন্ধুকে একটা বাংলা টিউটোরিয়াল দিতে পারলে ভাল হত? কিংবা ভাল টিউটোরিয়াল না পেয়ে উবুন্টুটা একলা একলা ইনস্টল করা সাহস পাচ্ছেন না? তবে এইবার বোধহয় আপনার অপেক্ষার পালা ফুরোলো। Continue reading উবুন্টু ৯.০৪ সহায়িকা (উবুন্টু বাংলাদেশ)