লিনাক্সগুরুকূলের নিকট খোলা পত্র

সকল শ্রদ্ধেয় লিনাক্স বোদ্ধাগণ,

অনুগ্রহপূর্বক বয়ঃশ্রেণী অনুসারে আমার সম্ভাষন গ্রহন করিবেন। আশাকরি পরিবার পরিবর্গের সহিত একপ্রকার কুশলেই রহিয়াছেন।

চরম বিপদে পড়িয়া এই পত্রখানি লিখিতেছি। পুর্বেই বলিয়া রাখিতেছি আমার টেকি জ্ঞান অত্যন্ত নিম্ন পর্যায়ের। আমার গণকযন্ত্র সম্পর্কিত অজ্ঞানতাকে ক্ষমা সুন্দর চক্ষে দেখিবেন বলিয়া আশা করিতেছি। যদি কেহ পত্রখানির জবাব দেবার প্রয়োজন অনুভব করেন তবে তাহা দিতে কোন দ্বিধা করিবেননা।

পরসমাচার এই যে গত এক বৎসর ধরিয়া অভ্র নামক চাবির বাক্স (কীবোর্ডের বাংলা করিলে ইহাই দাঁড়ায়) ব্যবহার করিয়া আমার মত নাদান মানুষ (যাহারা বিজয় বা ঐ ধরনের লে-আউট রপ্ত করিতে অপারগ) বাংলা ভাষায় জালের জগতে মাতিয়া উঠিয়াছে। ইহাতে বাংলা ভাষার কতটুকু ক্ষতি সাধিত হইয়াছে তাহা সঠিকভাবে নিরূপন করা মুশকিল, তবে নাদান প্রজাতি যাহারা রোমান অক্ষরে বাংলা লিখিতে অভ্যস্ত ছিল তাহাদের যে অশেষ উপকার সাধিত হইয়াছে তাহা নিন্দুক জনেও অকপটে স্বীকার করিবে। সত্য বলিলে বলিতে হয়, অভ্র আছে বলিয়াই আমি গণকযন্ত্রে বাংলা লিখিতে পারিতেছি। অন্যথায় সমগ্র জীবন ভরিয়া আংরেজীতে লিখিতে হইত।

avro_keyboard

বর্তমানকালে এই নাদানের আরো উপরে আরোহন করিবার খায়েশ হইয়াছে। সেই খায়েশের বশবর্তী হইয়া ইদানিং লিনাক্স শিখিতে মনোনিবেশ করিয়াছি। সমস্যা আসিলো যখন বাংলায় লিখিতে গেলাম তখন। সমুদয় জীবন ভরিয়া অভ্রে অভ্যস্ত হইয়া আবিষ্কার করিলাম লিনাক্স বড়ই হৃদয়হীনা, ইনি অভ্র বলিয়া কোন কিছুকে চিনিতে পারেননা। অভ্রের প্রস্তুতকারকদের স্মরণাপন্ন হইলাম, তাহাদের ফোরামখানা চষিয়া ফেলিলাম। আমার মত আরো কিছু মূর্খ নাদান উক্ত ফোরামে অভ্রকে লিনাক্স যাহাতে চিনিতে পারে সেই বন্দোবস্ত করিবার আকূল আহবান জানাইয়াছেন। কিন্তু অভ্র স্রষ্টাগন আমাদের ন্যায় দরিদ্র জনগনের প্রতি মুখ তুলিয়া তাকায়না। ভাবগতিক দেখিয়া মনে হইতেছে তাহাদের লিনাক্সের জন্য অভ্রের কোন সংস্করন বাহির করিবার আদতেই শখ নাই। তবে কি আমাদের ন্যায় দরিদ্র, নিম্ন-টেকি-জ্ঞানসম্পন্ন নাদান প্রজাতিরা লিনাক্সের ভূবনে পা রাখিতে পারিবেনা? কেবল মাত্র বাংলা লিখিতে পারিবনা এই শংকায় লিনাক্স ধরিতে পারিতেছিনা।

বিজ্ঞজনেরা কহিবেন, কোন একটা ফিক্সড লেআউট শিখিয়া ফেলিলে বা প্রভাত ব্যবহার করিলেই তো ল্যাঠা চুকিয়া যায়! কিন্তু আমি এতই অধম যে অভ্রের লেআউট ছাড়া আর কোন কিছুই আত্মস্থ করিতে পারিবনা। ইহা শুধু আমার একার দশা নহে, বোধ করি হাজার হাজার দরিদ্র নাদানেরও একই দশা। অভ্র ব্যতীত লিনাক্সে আমরা সকলেই অচল অসাড়।

এমতাবস্থায় সকল লিনাক্সবোদ্ধাদের (বিশেষ করিয়া অভ্র প্রস্তুতকারকদের) নিকট আমার আকুল আবেদন আপনারা একটু চেষ্টা চরিত করিয়া মহামতী লিনাক্সের জন্য অভ্রের ন্যায় একই লেআউটসম্বলিত কোন সফটওয়্যার তৈয়ার করিতে পারিবেন? তাহলে এই নাদান দরিদ্র জাতি আপদিগকে চিরকাল শ্রদ্ধার সহিত স্মরণ করিবে।

পত্রে কোনও ত্রুটি বিচ্যুতি ঘটিলে তাহা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবার আকুল অনুরোধ করিব। জবাবের অপেক্ষায় রহিলাম।


ইতি

হত দরিদ্র, টেকিজ্ঞানহীন,অতিশয় অভাগা একজন নাদান অভ্র প্রেমিক।


[যদি এই পত্রখানি আপনার নিকট গুরুত্বপূর্ণ বলিয়া প্রতিয়মান হয় তবে ইহা আপনার খোমাখাতায় বা খেরোখাতায় বিনাদ্বিধায় প্রদর্শন করিতে পারেন। কারন যত লোকজন জানিবে ততই জাতির জন্য মঙ্গল হইবে। তবে পত্র-প্রদর্শনে আশানুরূপ সাড়া পাইলে মূল পত্রলেখককে অবহিত করিবার জন্য আরজ রহিলো।]

7 thoughts on “লিনাক্সগুরুকূলের নিকট খোলা পত্র”

  1. আমি ভাই লিনাক্সবোদ্ধা নই ,হইলে নি:সন্দেহে ইহার জবাব লিখিতাম।তবে লেখা ভালো হইয়াছে।

  2. অভ্রনীলের আসল নাম জেনে কি যে খুশি লাগছে বলার বাইরে। অভ্রকে লিনাক্সে আনার জন্যে আপনার আবেদন কিংবা কষ্ট আর আপনার এই ত্যাগ ভুল্বনা

Leave a Reply to AnonymousCancel reply