উচ্চশিক্ষার্থে (প্রথমবারের মত) বিদেশগামী পোলাপানদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদির সহজ শপিং গাইড

leaving

গত বছর আইইউটির আমাদের ব্যাচের ফাহিম [সিআইটি০২] বিদেশে নিয়ে যাবার প্রয়োজনীয় জিনিসপত্রের একটা লিস্ট বানিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে সেই লিস্টটা পেয়ে বেশ উপকৃত হয়েছিলাম। বিদেশ যাবার সময় কি নিব আর কি নিবনা এইটা নিয়ে মাথা খুব গরম থাকে। সেদিক থেকে এই লিস্ট থাকাতে অন্তত নিজের মাথা খাটিয়ে বের করতে হয়নাই কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না, কোন জিনিসটা বেশি দরকারি আর কোনটা তেমন দরকারি না। কেনাকাটা করার সময় হাতের সামনে লিস্টটা ছিল বলে অনেক কম সময়ে সব কিছু যোগাড় করা সম্ভব হয়েছিল। সেই লিস্টটার জন্য আমি ব্যক্তিগতভাবে ফাহিমের কাছে কৃতজ্ঞ।

গতবারের ঐ লিস্টের সাথে আমার নিজের কিছু অভিজ্ঞতা জুড়ে দিয়ে আমি একটা আপডেটেড ভার্সন দিলাম। পুরো লিস্টটা ইউনিকোড বাংলায় লেখা। যেহেতু পিডিএফ করা তাই কোন সমস্যা হবার কথা না। যদি কোন সমস্যা হয় তবে সোলায়মান লিপি ফন্ট ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করতে হবে। এই ভার্সনটা ওপেন সোর্স অর্থাৎ যে কেউ যে কোন জায়গায় অব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে।

এই ভার্সন নিয়ে কারো কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্স ব্যবহার করার জন্য অনুরোধ করা হল।



লিস্টটা ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করতে হবে। বাংলা পড়তে অসুবিধা হলে সোলায়মানলিপি ফন্ট ডাউনলোড করতে এইখানে ক্লিক করতে হবে

25 thoughts on “উচ্চশিক্ষার্থে (প্রথমবারের মত) বিদেশগামী পোলাপানদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদির সহজ শপিং গাইড”

    1. ব্যাগ কিনতে চাইলে দিপুর সাথে যোগাযোগ করতে পার… বাইরে যাইতেস নাকি? কবে যাইতেস? কোথায়??

  1. বালিশ আনার কোন দরকারই নাই, হুদাই…ফোমের বালিশই ভালা 😀

  2. আমাদের এইখানে আবার জুতার দাম সেইরকম কম। দেশ থেকে ২০০০-২৫০০ দিয়ে বাটা-এপেক্স কিনছি আর এইখানে এসে দেখি ২৫-৩৫ ইউরোতে অ্যাডিডাস নাইকি 🙁
    তবে Liberty থেকে একটা স্নিকার আনছিলাম, জোশ ওইটা, দামও অ্যারাউন্ড দুই হাজার।

  3. দারুন হইসে ম্যাক।ফোমের বালিশ এ আমার ও কোনো সমস্যা হয় না। তবে তার পর ও যে বাসায় থাকি অইখানের একটা সোফার কুশন মাইরা দিসি। জুতা দেশ থেকে নিয়া আসার আইডিয়া খারাপ না, এ দেশে জুতার দাম কম কিন্তু আইসা ত চালাইত হইব কয়েকদিন, তবে ৭০০০/৬০০০ টাকা খরচ করে নাইকি কিনার দরকার নাই, নরমাল জুতা নিয়া আইসা, এইখান থেকে কিনলেই হবে, অনেক ভাল জুতা অনেক কম এ পাওয়া যায়।

  4. জুতার দাম স্পেন ফ্রান্সেও কম, তবে সব দোকানে না, কম দামের দোকানে গিয়ে একটু খুজলেই ২০-২৫ ইউরোতে অনেক চমতকার চমতকার জুতা কেনা যায়।

    1. ট্রাভেল গাইড বানাতে হলে যে সময় দরকার সেটা আপাতত ম্যানেজ করতে পারছিনা… 🙂

  5. This was quite useful and funny! LMAO.

    Kintu Bhaia (i think you are older than me), ei listi kintu khubi purush kendrik! I would suggest adding some information specific for girls/Bangladeshi girls..especially in terms of kapor chopor and cosmetics (meyerao kintu ekhon bideshe jai)

    Arekta jinish add kor uchit, sheta holo…everyone must bring a copy of Khaddo, Ranna O Pushti by Siddiqa Kabir. Or at least photocopy selected recipes from that book.

    Great effort and keep it up,

    Shazia

    1. অনেক অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।

      মেয়েরা বিদেশ যাচ্ছে সেটাতো জানি কিন্তু সমস্যা হচ্ছে আমি আসলে জানিনা একটা মেয়ের কি কি জিনিস দরকার হতে পারে বিদেশ বিভুইয়ে গিয়ে। 😀 ছেলে হয়ে মেয়েদের জিনিসপত্র নিয়ে টানাটানি করাটা রিস্কি হয়ে যায়! যেটা জানিনা সেটাতে আর তাই মাতুব্বরি করলামনা! 🙂 যেহেতু আমার এই লিস্টটা ওপেন্সোর্স তাই আশা করছি কোন না কোন নারী এটাকে অবশ্যই মেয়েদের উপযোগী করে লিখবেন।

      রান্নার বইয়ের কথা না বলার কারন হচ্ছে আজকাল ইন্টারনেটে সব বাংলাদেশী রান্নার রেসিপি পাওয়া যায়। তবে রান্নার একটা বই নিয়ে গেলে তো অবশ্যই ভালো।

  6. “বড়ো আদরের” ছোট ভাইটি যাওয়ার আগে লিষ্টটি পেলে খুব কাজে লাগতো। তবুও ডাউনলোড করলাম। ধীরে সুস্থে পড়ে দেখি। মতামত জানাবো।

  7. অস্থির হইসে ব্যাপারটা । এখন ভাই বিদেশে যাইতে পারলে হয় !

Leave a Reply to prakritoCancel reply