অনু-সংলাপ!

কিছু কথা কাউকে বলা দরকার। অনেকদিন ধরে মনের ভেতর ধরে রেখেছি।

আমাকে বলা যায়? আমি সবসময় তোর কথা শুনতে রেডি।

আমি সেটা জানি। সেজন্যই সবচেয়ে কাছের বন্ধুর কথা মনে হলেই তোর কথা মনে পড়ে।

হুমম… মনে পড়ে বারেক স্যার একবার ক্লাসে বলেছিলেন ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারেনা, বন্ধুত্বের মাঝে প্রেম চলে আসে।

সেদিন ক্লাসে আমি এইটা শুনে হেসে ফেলেছিলাম… এখনো মনে আছে।

আর স্যার তোকে বের করে দিয়েছিলেন…

হুমম… এটাও মনে আছে।

তারেকরা আমাকে আর তোকে নিয়ে ঠাট্টা করত… তারেকের কথা মনে আছে?

মনে থাকবেনা আবার! ও আমাদের কে সবসময় সুখী দম্পতি বলত… বেচারা… বন্ধুত্ব আর প্রেমের মধ্যে পার্থক্যটা ও কখনোই ধরতে পারেনি…

না ধরতে পারার যথেষ্ট কারনও ছিলো… পুরো ভার্সিটি লাইফে… আমি প্রেম করার মত কোন ছেলে পেলামনা… আর তুই পেলিনা কোন মেয়ে…

কী মজার দিন গুলো ছিল… তাইনারে!

হু… মজার ছিলো… তোর সমস্যাটা বললিনা যে!

অনেকদিন ধরে একজনকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু পারছিনা।

কেন?

কারন আমি তাকে প্রচন্ড ভালোবাসি।

তো?

ভয় হয় যদি আমাকে না করে দেয়!

তোকে না করবে! মাথা খারাপ নাকি! তোর মত ছেলে কয়টা ভাগ্যবতী মেয়ের কপালে
জুটে?

আমার মনে হয় ও আমাকে পছন্দ করেনা।

ব্যাপারনা… তুই জাস্ট বল্‌ যে তুই ওকে ভীষন পছন্দ করিস… তোর ফীলিংস্‌টাতো ঐ মেয়েকে দেখাতে হবে… নাকি!

আমি প্রতিদিন ওকে এইটা বলতে চাই কিন্তু পারিনা…

আমি তোর অবস্থাটা বুঝি… আমারো এই সমস্যাটা আছে… আমিও কোনদিন ঐ ছেলেকে আমার মনের কথাটা বলতে পারবোনা।

এক মিনিট! একটা ছেলে তোর জীবনে আছে আর আমি জানিনা! কোন ছেলে?

আছে একজন… বাদ দে… তোর ব্যাপারটা বল্‌,…

নাহ্‌ মেয়েটা আমাকে কোনমতেই পছন্দ করেনা?

কে আছে এই পৃথিবীতে যে তোকে পছন্দ করবেনা?

তুই!

কে বললো তোকে… আমার বিপদে আনন্দে তুইই ছিলি আমার সাথী… তুই আমার সবচেয়ে… সবচেয়ে কাছের বন্ধু… তোকে আমি কিভাবে অপছন্দ করব? তোকে যে আমি ভালবাসি!

আমিও … আমিও তোকে ভালোবাসি। অনেক… অনেক ভালোবাসি…

তাহলে এইবার মেয়েটাকে মনের কথা খুলে বল্‌…

আমি যে এইমাত্র সেটা করলাম।

2 thoughts on “অনু-সংলাপ!”

  1. পরিস্থিতি তো বেশ ভয়াবহ এবং জটিল! অবশ্য লেখাট পড়ার শুরুতেই এটা আঁচ করছিলাম। 🙂

    1. বহু আগের লেখা এটি! হঠাৎ করে কেন যে ইমেইলে নোটিফিকেশন চলে গেল এই লেখা নিয়ে – বুঝলামনা!

Leave a Reply