উবুন্টুকে দিন ম্যাকের চেহারা!

এবার ম্যাকের দৃষ্টিনন্দন ডেস্কটপ থিমকে এবার আনতে পারেন আপনার উবুন্টু বা মিন্টে। নিচের ছবি দুটো দেখুন। প্রথমটা আমার ল্যাপির (উবুন্টু ৯.০৪), দ্বিতীয়টা আমার পিসির (যেটাতে আছে লিনাক্স মিন্ট ৭)।

উবুন্টুতে (লিনাক্স মিন্টের চেয়ে উবুন্টুতে থিমটা ভালো কাজ করে) ম্যাকের থিম দিতে চাইলে নিচের ধাপগুলো ফলো করুন:

১। প্রথমেই ম্যাক-ফর-লিন ডাউনলোড করুন।
২। এবার এক্সট্রাক্ট করুন।
৩। এক্সট্রাক্ট করা ফোল্ডারে গিয়ে Mac4Lin_Install_v1.0.sh ফাইলটাকে ডাবল ক্লিক করুন।
৪। Run in terminal অপশন সিলেক্ট করুন।
৫। ব্যাস আপনার থিম আইকনসহ পাল্টে যাবে।
৬। এবার এক্সট্রাক্ট করা ফোল্ডারে গিয়ে Wallpapers নামে ফাইল দেখবেন, সেখান থেকে ওয়ালপেপার সিলেক্ট করুন।
৭। এইবার ডক মেনু দেবার পালা।
৮। সিনাপ্টিক থেকে Avant Window Navigator খুঁজে বের করে ইন্সটল করে ফেলুন।
৯। এবার Application–> Accessories—> Avant Window Navigator চালু করুন।
১০। মিন্টের ক্ষেত্রে নিচের প্যানেলটাকে উপরে নিতে হবে। এজন্য প্যানেলে রাইট ক্লিক করে Properties এ যান, Orientation এ Top সিলেক্ট করুন।
১১। ব্যাস, আপনার কাজ শেষ, আপনার উবুন্টু এখন ম্যাকের মত!

ম্যাকে বাই ডিফল্ট উইন্ডোর ক্লোজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বাটনগুলো বাম পাশে থাকে। এগুলোকে ডানে আনতে নিচের ধাপগুলো ফলো করুন:

১। Alt+F2 চাপুন।
২। টাইপ করুন gconf-editor
৩। apps → metacity → general এ ক্লিক করুন।
৪। ডান পাশ থেকে button_layout এ ডাবল ক্লিক করুন।
৫। value তে যা আছে ডিলিট করুন (এ রকম থাকবে close,minimize,maximize:menu) এর পর menu:minimize,maximize,close, এরকম করে দিন ok করুন দেখুন বাটনগুলো ডানপাশে চলে গেছে, আবার যদি বাম পাশে নিতে চান তাহলে লিখুন close,minimize,maximize:menu

নতুন ব্যবহারকারি যাদের সিন্যাপ্টিক নিয়ে ধারনা নেই নিচের অংশটুকু তাদের জন্য।

১। উবুন্টুর জন্য System–> Administration–> Synaptic Package Manager এ যান।
মিন্টের জন্য মিন্ট মেনুতে System–> Package Manager এ যান।
২। এবার যে উইন্ডো ওপেন হবে সেটাই সিনাপ্টিক।
৩। সিনাপ্টিকে একটা সার্চ অপশন দেখতে পাবেন, সেইখানে avant লিখুন। দেখবেন avant নামের যা কিছু আছে তার সবগুলোর তালিকা চলে আসবে।
৪। সেখান থেকে avant-window-navigator এর উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করুন।
৫। Mark for installation সিলেক্ট করুন।
৬। এবার সার্চবারের পাশে সবুজ রঙের রাইট চিহ্ন সহ Apply অপশনটাতে ক্লিক করুন।
৭। Avant Window Navigator ইন্সটল হয়ে যাবে।

Avant Window Navigator নিয়ে কিছু কথা:

১। Avant Window Navigator চালু করে তাতে রাইট ক্লিক করে Dock Preference এ যান।
২। Automatically start AWN on login এর পাশে টিক চিহ্ন দিন।
৩। Icon Effects থেকে নিজের পছন্দমত ইফেক্ট সিলেক্ট করুন।
৪। তারপর Bar Appearance ট্যাবে যান।
৫। সেখানে Look এর পাশে Flat Bar এর বদলে 3D Look সিলেক্ট করুন।
৬। ব্যাস কাজ শেষ!

এই থিমটা বাই ডিফল্ট ম্যাকের লোগোসহ লগিন স্ক্রিন ব্যবহার করে। তাই এটাকে পাল্টে আমি নিজের মত উবুন্টুর জন্য একটা ডেভেলপ করেছি। ইচ্ছে হলে সেটা ব্যবহার করতে পারেন। তবে এটা কারমিক কোয়ালা (উবুন্টু ৯.১০) এবং এর পরবর্তী ভার্সনগুলোতে নীচের নিয়মে ইন্সটল করতে পারবেননা। এটা পাবেন এইখানে। লগিন উইন্ডো ইনস্টল করতে হলে:

১। System–> Administration–> Login Window তে যান।
২। Local ট্যাবটি সিলেক্ট করুন।
৩। Add বাটনে ক্লিক করে ডাউনলোড করা ফাইলটি এ্যাড করুন।
৪। এবার লিস্ট থেকে OSX-theme সিলেক্ট করে ক্লোজ করে বের হয়ে আসুন।

এইবার ফায়ারফক্সকে সামান্য ঘষামাজা করতে হবে। ম্যাক থিমে ফায়ারফক্সকে ধামাকা চেহারা দিতে এই থিমটা ইন্সটল করা যেতে পারে। ফায়ারফক্স দেখতে নিচের স্ক্রিন শটের মত হবে।

পূর্বে প্রকাশিতঃ

7 thoughts on “উবুন্টুকে দিন ম্যাকের চেহারা!”

  1. বেশ ভালো টিউটোরিয়াল লিখেছেন। আমরা নতুন একটা সাইট খুলেছি, ঠিকানা http://ubuntubd.wordpress.com । আমাদের উদ্দ্যেশ্য হল এটাকে একদম কমপ্লিট উবুন্টু বেসড কমিউনিটি ব্লগ বানানো। আপনাকেও দরকার আমাদের ওখানে, কি পাব তো?

  2. Mac4Lin_Install_v1.0.sh টি মাঝে মাঝে কাজ করে না।আমার অভিজ্ঞাতা থেকে তাই আমি যেটা করেছিলাম তা হল প্রথমে Avant Window Navigator টি ইনস্টল করেছিলাম তারপর Mac4Lin_Install_v1.0.sh।এটা একান্ত আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি।

  3. আমি Mac4lin download করতে পারছিনা । সম্ভব হলে আমাকে File মেইল করে দিতেন ।

    1. ফাইলের সাইজ তো ৩৪ মেগাবাইট! এতবড় ফাইলতো অ্যাটাচমেন্ট হিসেবে সাপোর্ট করবেনা। আসলে বাংলাদেশে সোর্সফোর্জের সার্ভার থেকে ডাউনলোড করতে প্রায়ই ভেজাল লেগে থাকে। আপনি এখান থেকে অন্য মিরর ব্যবহার করে ডাউনলোড করতে পারেন।।

  4. অভ্রনীল ভাই, আপনার এই টিউটোরিয়াল অনুসারে Avant ইনস্টল করলাম। কিন্তু ডকে তো ফায়ারফক্স ছাড়া আর কিছু আসছে না। আমি চাচ্ছি আরো কিছু সফটওয়্যার যেমন, ভিএলসি, অফিস ওয়ার্ড ইত্যাদি যুক্ত করতে। সেটা কীভাবে করা সম্ভব?

    1. আভান্ট ব্যবহার করা হয়না অনেকদিন, এখন ব্যবহার করি গ্নোমডু (Gnome-Do)। তবে ডকি (Docky) কে ও এরকম রূপ দেয়া সম্ভব। যাই হোক… সম্ভবত Application মেনু থেকে আইকন ড্র্যাগ করে আভান্টে ছেড়ে দিলেই আটকে যাবার কথা। আজকে খবর পেলাম যে, ম্যাক-ফর-লিনের নতুন ভার্সন এসেছে

Leave a Reply to AnonymousCancel reply