নিউটনের গতিসূত্রসমূহ

নিউটন একবার পার্কে হাঁটছিলেন। তাঁর পাশাপাশি একটা ছাগলও হাঁটছিল। কী মনে করে যেন নিউটন ছাগলটাকে দু’হাতে ধরে থামালেন আর তখনই গতিসূত্রের প্রথম সুত্রখানা আবিস্কার করলেনঃ
“বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে”
এরপর নিউটন ছাগলটিকে F পরিমান বল প্রয়োগ করে কষে একটা লাথি মারলেন। লাথি খেয়ে ছাগলটা তারস্বরে চেঁচিয়ে ডেকে উঠলো “ম্যা” (ma)। নিউটন আবিষ্কার করলেন গতির দ্বিতীয় সুত্রঃ
F=ma
ওদিকে F পরিমান বলযুক্ত লাথি খেয়ে ছাগলটিও পাল্টা নিউটনকে কষে একটা ফিরতি লাথি দিল। সেই লাথি খেয়ে নিউটন আবিস্কার করলেন তার সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ সুত্রটিঃ
সকল ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে

 

সৌজন্যঃ বিপ্লব ভাই

2 thoughts on “নিউটনের গতিসূত্রসমূহ”

  1. I am not a student of Science but your easy explanation has really made it easy for me to understand.
    Thank you.

Leave a Reply to Shahan BangladeshCancel reply