রঙ্গবাণী

মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িচালককে জিজ্ঞেস করলাম, তুমি কী পাস? সে বলল, ‘‘আমি তো স্যার ফাইভ পাস।’’ সেও প্রধানমন্ত্রীর গাড়ি ভালোভাবে চালায়।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

ধর্মমতে মুসলমানদের কোনো অকালমৃত্যু নেই। তারেক (চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ) ও মিশুক (সাংবাদিক মিশুক মুনীর) তাদের জন্য নির্ধারিত সময়েই মারা গেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির

মা-বাবা শিক্ষিত হলে সন্তান বেশি হলে সমস্যা নেই।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির

আপনাকে (গত দুই বছরের উন্নয়নমূলক কাজের) তথ্য দিয়ে আমি নিজের পায়ে কুড়াল মারব নাকি?

নির্বাহী প্রকৌশলী আব্দুল অদুদ

গেল পাঁচ বছরে আমার ১৮টি অ্যালবাম প্রকাশ পেলেও আমি মনে করি এ পর্যন্ত গানের আমি পাঁচভাগ শিখতে পেরেছি। বাকি ৯৫ ভাগ কবে শিখবো সেই ধ্যানে আছি।

ইভা রহমান

6 thoughts on “রঙ্গবাণী”

  1. বেশ মজাদার মন্তব্য কিন্তু প্রতিটাতেই ফুটে ওঠে আমাদের বর্তমান সরকারের ভেতরের অব্যবস্থাপনা আর অযোগ্য লোকের গুরুত্বপূর্ন পদে পদায়নের ছেলে খেলার চিত্র।

  2. মূর্খরাই এখন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপুর্ন দায়িত্বে।

  3. বলেন, আমাদের মন্ত্রীরাই যদি এত সুন্দর সুন্দর কথা বলেন তাহলে কি আর খুঁজে খুঁজে জোক পড়তে হবে?! কত ভাল মন্ত্রীবর্গ 😀

  4. মজার ব্যাপার হল, সর্বশেষ বাণীটা ছাড়া বাকী সবগুলো বাণী একই পত্রিকায় (প্রথম আলো) একই দিনে (গত শুক্রবার) ছাপা হয়েছে (আরো ছিল কী না খেয়াল করিনি – এ ক’টাই চোখে পড়েছে)! রঙ্গবাণীর মুখ-নিঃসরণের হার যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে করে ক’দিন পর আর আলাদা করে কৌতুক সমগ্র কিনতে হবেনা, প্রতিদিন পত্রিকা কিনলেই হবে!

  5. মাস ছয়েক হল কাপুরুষের মত পত্রিকা পড়া বাদ দিয়েছি, নিজের বইপত্র, অনলাইন জার্নাল নিয়েই থাকি । কোন এক দুর্ভাগ্যে দ্বিতীয় কোটের খবরটা চোখে পড়েছে (অনেক ছোট করে ছিল যদিও) – এতো মেজাজ খারাপ হয়েছিল বলার মত না … 

Leave a Reply to Kabbo SarkerCancel reply