মনা ভাইকে আর কত ধনী করবেন?

বলুন দেখি, কতজন লোক ‘ভ্যাট’ শব্দটার সাথে পরিচিত? উত্তরে নিশ্চয়ই বলবেন যে ‘ভ্যাট’ শুনেনি এমন কেউ আছে নাকি? হয়তো কেউ কেউ আছেন। যারা এখনো শুনেননি তারা দয়া করে একটু এখান থেকে ঘুরে আসুন। সহজ করে বললে, প্রতিটি জিনিস কিনলে তার উপর নির্দিষ্ট হারে একটা কর (ট্যাক্স) দিতে হয় সরকারকে। এই কর বা ট্যাক্সকেই ভ্যাট বলা হয়। আপনার দেয়া ট্যাক্সের এই টাকাটা জমা হয় সরকারী কোষাগারে। এই ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম হয়ে থাকে। তাই ভ্যাট দেয়া মানে সরকারকে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেয়া।

এবার দ্বিতীয় প্রশ্ন – আপনি নিজে কি ভ্যাটটা সরকারকে ঠিকমত পৌঁছে দিচ্ছেন? নাকি মনা ভাইদেরকে সেই টাকায় টাকার পাহাড় বানিয়ে দিচ্ছেন? প্রশ্নটা বুঝলেন না তো! প্রশ্নটার জবাব দেবার দরকার নেই, শুধু নিচের ভিডিওটা দেখুন আর নিজেই নিজেকে যাচাই করুন – আপনি কি নিজের দেশকে বঞ্চিত করছেন?

3 thoughts on “মনা ভাইকে আর কত ধনী করবেন?”

  1. ভিডিওটা আমার আজ ই চোখে পড়ে। আমার মনে হয় আমরা যারা প্রবাসী আছি তারা সবাই মোটামুটি পরিচিত। ই

  2. চরম!!  বস্ এইটার শুটিং কোথায় হইছে?

    1. জানা নেই ভাই! নেটে পেয়েছি, কাজের মনে হয়েছে, তাই জনসচেতনতা বাড়াতে ব্লগ পোস্ট দিলাম।

Leave a Reply to Himel হিমেলCancel reply